মোবাইল ফোনে পানি ঢুকলে কী করতে হবে । Mobile Phone e Pani Dhukle Ki Korte Hobe

Mobile Phone e Pani Dhukle Ki Korte Hobe – আমরা যারা মোবাইল ফোন ব্যবহার করি তাদের প্রায় সবাই মোবাইলে পানি ঢোকা বা মোবাইল পানিতে পড়ে যাওয়া এই সমস্যার সমস্যার সম্মুখীন হয়েছি। খুব কমই মোবাইল ফোন ব্যবহারকারীই রয়েছেন যারা কিনা এই সমস্যার সম্মুখীন হন নি। কিন্ত ঘটনা টা আমাদের পরিচিত হলেও আমরা বেশিরভাগ মানুষই জানি না যে আমাদের মোবাইল ফোনে পানি ঢুকলে কী করতে হবে। অনেকের মনে প্রশ্ন মোবাইল ফোনে পানি ঢুকলে কি করবো। ফোনে পানি ঢুকলে কী কী করণীয় সেটা নিয়েই আমাদের আজকের আলোচনার বিষয়।

মোবাইল ফোনে পানি ঢুকলে কী করতে হবে । Mobile Phone e Pani Dhukle Ki Korte Hobe

মোবাইল পানিতে পড়লে কী করতে হবে?

মোবাইল পানিতে পড়ে গেলে এর চার্জিং পোর্ট এবং ৩.৫ মিমি. হেডফোন জ্যাক এর মধ্য দিয়ে খুব সহজেই পানি ভেতরে প্রবেশ করতে পারে যা ফোনের জন্য অত্যন্ত ক্ষতিকর। পানি যদি মোবাইলের মেইন সার্কিটে পৌছে যায় তাহলে শর্ট সার্কিট হয়ে ফোনটি চিরতরে নস্ট হয়ে যেতে পারে। তাই এ বিষয়ে অত্যন্ত সতর্ক থাকতে হবে। ফোন পানিতে পড়ে গেলে যে যে কাজগুলো করতে হবে তা হলোঃ

  • প্রথমেই ফোন টি পানি থেকে তুলে আনতে হবে।
  • এরপর ফোনের ভেতরের ব্যাটারি, সিম কার্ড, মেমোরি কার্ড সব খুলে ফেলতে হবে। যদি ব্যাটারি খোলার অপশন না থাকে তাহলে ফোনের পাওয়ার অফ করে দিতে হবে।
  • এখন সবচেয়ে উৎকৃষ্ট কাজ হলো ফোনকে ভালো কোনো সার্ভিসিং সেন্টার এ নিয়ে যাওয়া। যদি সার্ভিসিং সেন্টার এ নিয়ে যাওয়া সম্ভব না হয় তাহলে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে।
  • ফোন যে পানি ঢুকেছে তা বের করে আনার চেষ্টা করতে হবে। এজন্য একটু ঝাঁকালে ফোনের চার্জিং পোর্ট এবং হেডফোন জ্যাক দিয়ে পানি বের হয়ে আসতে পারে।
  • ফোনকে হালকা রোদে শুকাতে দিতে হবে।
  •  যদি রাতের বেলা ফোন পানিতে পড়ে যায় তাহলে ফিলামেন্ট বাল্বের নিচে রাখতে হবে। আবার সিলিকা জেলও ব্যবহার করা যেতে পারে। সিলিকা জেল এর পানি শোষণ করার ক্ষমতা রয়েছে।
  • বাড়িতে ভ্যাকুয়াম ক্লিনার থাকলে ফোনকে একটি মোজা বা একদিক খোলা কাপরের মধ্যে নিয়ে খোলা দিকে ভ্যাকুয়াম ক্লিনারের পাইপ ধরে ক্লিনারটি চালু করে দিলেই ফোনের ভেতরের সব পানি বের হয়ে আসবে।
  • আপনি যদি ফোনকে খুলতে পারেন তাহলে সেটা খুলে একটু শুকিয়ে নিলেই ফোন আবার ঠিক হওয়ার সম্ভাবনা অনেক বেশী।

মোবাইল পানিতে পড়ে গেলে কী কী করা যাবে না?

  • ফোন পানিতে পড়ে গেলে সেটা কখনোই সরাসরি রোদের তাপে রাখা যাবে না তাহলে ফোনের মেইন সার্কিট রোদের তাপে নষ্ট হয়ে যেতে পারে।
  • ভেজা ফোনকে চালের ভেতর রাখা যাবে না তাহলে ফোনের ভেতরে চালের ময়লা ডুকে যেতে পারে। তবে একটি পাতলা কাপড় দিয়ে মুড়িয়ে রাখা যেতে পারে। চাল খুব ভালো পানি শোষণ করতে পারে।
  • ফোনটি কখনোই হেয়ার ড্রায়ার বা মাইক্রোওয়েভ ওভেন এ রাখা যাবে না।
  • মোবাইল থেকে পানি সম্পুর্ণ বের না হওয়া পর্যন্ত ফোনটিকে চার্জে দেওয়া যাবে না। এতে করে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকে।

মোবাইল পানিতে পড়ে যাওয়া প্রতিরোধ করতে কী কী করতে হবে?

আমাদের মোবাইলের সবচেয়ে বড় শত্রু হচ্ছে পানি। পানি মোবাইলকে চিরতরে নষ্ট করে দিতে পারে। মোবাইলে একবার পানি ঢুকে গেলে তা আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা অনেক কঠিন। আমরা অনেকেই শুনে থাকবো যে প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। তাই আমাদের চেষ্টা করতে হবে যাতে ফোনে কোনোভাবেই পানি না ঢুকতে পারে। এর জন্য যে যে কাজ গুলো করতে হবে তা হলোঃ

  • মোবাইল ফোনে পানি ঢোকা প্রতিরোদের সবচেয়ে ভালো উপায় হলো একটি পানি প্রতিরোধী (Water Resist) IP-68 রেটিং ফোন ব্যবহার করা।
  • পানির কাছাকাছি ফোন ব্যবহার করতে হলে বাজারে কম দামে ফোন রাখার স্বচ্ছ ব্যাগ পাওয়া যায় সেগুলো ব্যবহার করা।
এভাবে খুব সহজেই মোবাইলে পানি ঢোকা প্রতিরোধ করা যাবে। এবং পানি ঢুকে গেলে প্রাথমিক ভাবে তা সাড়িয়ে তোলা যাবে।

 

মোবাইল ফোনে পানি ঢুকলে কী করতে হবে, মোবাইল পানিতে পড়লে কী করতে হবে?, Mobile Phone Panite Porle ki korte hobe?Tokkhoker Jobon pronali, ফোনে পানি ঢুকলে কী কী করণীয়?, TPhone e Pani Dhukle ki ki koroniyo?মোবাইল পানিতে পড়ে গেলে কী কী করা যাবে না?Mobile Panite Pore Gele Ki Ki kora zabe na,  Mobile Phone er bebohar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *