বুকস রিভিউঃ আজ হিমুর বিয়ে— হুমায়ুন আহমেদের হিমু সিরিজের একটি সুন্দর বই। এখানে হিমুর বিয়ের জন্য তার মাজেদা খালা একটি পাত্রী নির্বাচিত করেন।পাত্রীর এ বিয়েতে একটুও মন ছিলোনা আর হিমু তার হিমুসুলভ চরিত্রের মতোই ছিলো এসব কিছু থেকে অনাগ্রহী।ঘটনাপ্রবাহে দেখা যায় মেয়েটি তার নিজের পছন্দের ছেলের সাথে চলে যায় আর হিমু হিমুর মতোই একলা থাকে। এটি আমার পড়া হিমু সিরিজের সেরা বইগুলোর একটি হিমুর বিয়ে।
হিমুর বিয়ে pdf-হুমায়ূন আহমেদ
এই টুকু পড়ার পর বইটা যে হাত থেকে রাখবো সে উপায় নেই। হিমু সিরিজের সাথে পূর্ব পরিচয়ের সুত্রে আমি বুঝতে এবং আন্দাজ করতে পেরেছি যে, এই বিয়ে হওয়ার মতো বিয়ে নয়। হিমু কোনো বাঁধনে আটকে যাওয়ার মতো নয়। কিন্তু বিয়েটা কীভাবে আটকায় হিমু?nহিমুর হবু বউয়ের নাম রেনু।
সুন্দর নাম। রেনু আবার আরেকটি ছেলেকে পছন্দ করে। রেনুর মা হাসপাতালে অসুস্থ অবস্থায় আছে। রেনুর বাবা আমেরিকা, মা বাঙ্গালি। ঘটনা দুর্ঘটনার ভেতর দিয়ে বয়ে যায় গল্পটি। কিন্তু বিয়েটা কী শেষ পর্যন্ত হয়েছিলো? কী ঘটে হিমুর ভাগ্যে? এসব প্রশ্নের উত্তর জানতে পড়ুন “আজ হিমুর বিয়ে”
একটি মন্তব্য পোস্ট করুন