বাংলাদেশে Oppo F21 Pro ফোনের দাম এবং ফুল রিভিউ বাংলা

অপো এপ্রিল মাসে তাদের নতুন Oppo F21 Pro ফোন রিলিজ করেছে। চাইনিজ স্মার্টফোন উৎপাদনকারী ব্রান্ড অপো প্রতিনিয়ত নতুন নতুন স্মার্টফোন উৎপাদন করে থাকে। অপো লো রেঞ্জ থেকে শুরু করে একেবারে ফ্লাগশিপ ক্যাটাগরির ফোন পর্যন্ত উৎপাদন করে থাকে।


Oppo F21 Pro মূলত একটি মিড রেঞ্জ এর ফোন। অপোর মিড রেঞ্জ এর ফোন Oppo F21 Pro এর দাম কত, এর বিস্তারিত স্পেসিফিকেশন, এর পার্ফমেন্স এবং এই প্রাইস রেঞ্জ এ মার্কেটে থাকা অন্যান্য ব্রান্ডের তুলনায় এই ফোন কেমন এই সব বিষয় নিয়ে এই রিভিউতে আলোচনা করা হবে।


বাংলাদেশে Oppo F21 Pro ফোনের দাম এবং ফুল রিভিউ বাংলা

বাংলাদেশে Oppo F21 Pro ফোনের দাম

বাংলাদেশে Oppo F21 Pro ফোনের আন অফিসিয়াল দাম ২৭,৯৯০ টাকা। এই ফোনটি বাংলাদেশে অফিসিয়াল  ভার্শনেই পাওয়া যাবে।


Oppo F21 Pro ফোনের স্পেসিফিকেশন

Oppo এর F সিরিজের ফোন Oppo F21 Pro এর প্রসেসর, ডিসপ্লে, ক্যামেরা, বডি ম্যাটেরিয়্যালস, কালার ভ্যারিয়েন্ট, নেটওয়ার্ক কানেক্টিভিটি সহ আরো অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত স্পেসিফিকেশন নিচে আলোচনা করা হলো।


Oppo F21 Pro ফোনের কালার ভ্যারিয়েন্ট

  • Sunset Orange
  • Cosmic Black

Oppo F21 Pro মোট দুইটি কালার ভ্যারিয়েন্ট এ পাওয়া যাবে। এই ফোনের কালার ভ্যারিয়েন্ট গুলো হলো Orange এবং Cosmic Black.


Oppo F21 Pro ফোনের ডিসপ্লে

  • ডিসপ্লে সাইজঃ 6.43 Inch
  • ডিসপ্লে টাইপঃ AMOLED

  • ডিসপ্লে রেজুলেশনঃ1080*2460, 90HZ
  • ডিসপ্লে প্রোটেকশনঃ Corning Gorilla Glass 5

Oppo F21 Pro ফোনের ডিসপ্লে সেকশনে ৬.৪৩ ইঞ্চি এর একটি মাঝারি আকারের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এই ডিসপ্লে এর টাইপ হলো অ্যামোলেড প্যানেল এবং এর রেজুলেশন 1080*2460. এতে ৯০ হার্জ রিফ্রেশ রেট সংযুক্ত করা আছে। এর ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে আছে Corning Gorilla Glass 5.


Oppo F21 Pro ফোনের ডিজাইন এবং আউটলুক

Oppo F21 Pro ফোনটি ১৭৫ গ্রাম ওজনের হালকা এবং মাঝারি ধরণের একটা ফোন। এ ফোনটির বডি গ্লাস এর তৈরি। এর ডিসপ্লেতে করনিং গরিলা গ্লাস ৫ এর প্রোটেকশন ব্যবহার করা হয়েছে।  এই ফোনের ফ্রন্ট এ বাম পাশে ক্যামেরা কাট-আউট রয়েছে। এবং  রিয়ার প্যানেলে চারকোনা ক্যামেরা হাউস এ তিনটি ক্যামেরা সেটআপ রয়েছে।


অপো এফ২১ প্রো ফোনের বাটন এর ক্ষেত্রে ডান পাশে রয়েছে পাওয়ার বাটন। এর বাম পাশে রয়েছে ভলিউম ব্রোকার যেটা দিয়ে ভলিউম কমানো বাড়ানো যাবে। এর সিম কার্ড স্লট রয়েছে বাম পাশে ভলিউম ব্রোকারের উপরে যেখানে দুইটা ন্যানো সিম এবং একটা এক্সটার্ন্যাল মেমোরি কার্ড ব্যবহার করা যাবে।


Oppo F21 Pro এর পোর্টগুলোর ক্ষেত্রে নিচে প্রাইমারি স্পিকার, প্রাইমারি মাইক্রোফোন,  এবং ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট, ৩.৫ মিলি. হেডফোন জ্যাক। এতে স্টেরিও স্পিকার নেই।


Oppo F21 Pro ফোনের ক্যামেরা

  • ফ্রন্ট ক্যামেরাঃ 32 MP
  • রিয়ার ক্যামেরাঃ 64 MP Main + 2 MP Microscope + 2 MP Depth

Oppo F21 Pro ফোনের ক্যামেরা সেকশনের ফ্রন্ট এ রয়েছে ৩২ মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা। রিয়ার প্যানেল এ রয়েছে ৬৪ মেগাপিক্সেল এর মেইন ক্যামেরা, ২ মেগাপিক্সেল এর মাইক্রোস্কোপ লেন্স এবং ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এতে কোনো আল্ট্রাওয়াইড শুটার নেই। এবং এর রিয়ার প্যানেল এ একটি ফ্লাশ এলইডি লাইট এবং মাইক্রোস্কোপ লেন্সের চারপাশে রিং লাইট আছে।


Oppo F21 Pro ফোনের নেটওয়ার্ক এবং কানেক্টিভিটি

  • নেটওয়ার্কঃ 4G
  • ব্লুটুথঃ  5.1, A2DP, LE, aptX HD
  • হেডফোন জ্যাকঃ 3.5 mm
  • লোকেশনঃ A-GPS, GLONASS, BDS, GALILEO, QZSS
  • ইউএসবিঃ USB Type-C
  • WIFI: 802.11 a/b/g/n/ac, dual-band, Wi-Fi Direct, hotspot

Oppo F21 Pro ফোনের কানেক্টিভিটির নেটওয়ার্ক অংশ ৪জি সাপোর্টেড। এতে ৫জি সংযুক্ত নেই। সাথে রয়েছে ব্লুটুথ ৫.১ ভার্শন এবং ৩.৫ মিলি. হেডফোন জ্যাক। লোকেশন এর ক্ষেত্রে এই ফোনটি A-GPS, GLONASS, BDS, GALILEO, QZSS সমর্থন করে। এর ইউএসবি কানেক্টিভিটি হলো টাইপ-সি। এই ফোনটি ২.৪ গিগা হার্জ এবং ৫ গিগাহার্জ দুইটাই WiFi ই সমর্থন করে।


অপো এফ২১ প্রো ফোনের ব্যাটারি এবং চার্জিং

  • ব্যাটারিঃ 4500 mAh, Non Removable
  • চার্জারঃ 33W Fast Charger
  • রিভার্স চার্জিংঃ Supported

অপো এফ২১ প্রো ফোনে ব্যাটারি হিসেবে রয়েছে ৪৫০০ মিলি অ্যাম্পিয়ার এর  একটা নন রিমুভেবল ব্যাটারি। এবং এর সাথে রয়েছে ৩৩ ওয়াট এর ফাস্ট চার্জার, যা দিয়ে ৬০ মিনিটে ফোনটি সম্পুর্ণ ফুল চার্জ করা যাবে। অপো এফ২১ প্রো ফোনে  রিভার্স চার্জিং সুবিধা যুক্ত আছে।


Oppo F21 Pro ফোনের প্রসেসর

  • চিপসেটঃ Qualcomm SM6225 Snapdragon 680 4G (6 nm)
  • প্রসেসরঃ Octa-core (4x2.4 GHz Kryo 265 Gold & 4x1.9 GHz Kryo 265 Silver)
  • জিপিইউঃ Adreno 610

Oppo F21 Pro ফোনের চিপসেট হিসেবে রয়েছে কোয়ালকম এর স্নাপড্রাগন ৬৮০ (৬ ন্যানোমিটার)। এর প্রসেসর হলো অক্টাকোর আপটু ২.৪ গিগাহার্জ। এর জিপিইউ হলো Adreno 610.


Oppo F21 Pro ফোনের অপারেটিং সিস্টেম

  • অপারেটিং সিস্টেমঃ Android™ 12, ColorOS 12.1

Oppo F21 Pro ফোনের অপারেটিং সিস্টেম হলো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত এবং এর ভার্শন হলো ১২।


Oppo F21 Pro ফোনের মেমোরি এবং স্টোরেজ

  • ইন্টারনাল স্টোরেজঃ 128GB
  • মাইক্রো এসডি সাপোর্টঃ microSDXC
  • র‍্যামঃ 8 GB

Oppo F21 Pro ফোনে ১২৮ জিবির একটা বিশাল ইন্টারন্যাল স্টোরেজ রয়েছে। এর ভার্শন হলো UFS 2.2. এই ফোনটির র‍্যাম হলো LPDDR4x ৮ জিবি। এটার অন্য কোনো র‍্যাম ভ্যারিয়েন্ট নেই। এই ফোনে র‍্যাম ভার্চুয়ালি বৃদ্ধি করার কোনো সুযোগ নেই। এতে এক্সটার্ন্যাল মাইক্রো এসডি কার্ড ইনস্টল করা যাবে।


Oppo F21 Pro ফোনের  অডিও

  • মাইক্রোফোনঃ 1

Oppo F21 Pro মাইক্রোফোন সংখ্যা রয়েছে ১ টি। এতে আলাদাভাবে কোনো সেকেন্ডারি নয়েস ক্যান্সেলেশন মাইক্রোফোন নেই। অপো এফ২১ প্রো ফোনে কোনো FM Radio নেই।


Oppo F21 Pro ফোনের ডাইমেনশন

  • হাইটঃ 7.5 mm
  • লেন্থঃ 159.9 mm
  • ওজনঃ 175 g
  • প্রশস্থঃ 73.2 mm

Oppo F21 Pro ফোনের উচ্চতা হলো ৭.৫ মিলিমিটার। এই ফোনের দৈঘ্য হলো ১৫৯.৯ মিলিমিটার। এর ওজন হলো ১৭৫ গ্রাম এবং এর প্রশস্থ হলো ৭৩.২ মিলিমিটার। এই ফোন খুব একটা বড় নয়, মাঝারি এবং হালকা গড়নের ফোন।


অপো এফ২১ প্রো ফোনের সেন্সর

  • Fingerprint
  • Accelerometer
  • Gyroscope
  • Proximity
  • E-Compass

অপো এফ২১ প্রো ফোনে প্রয়োজনীয় সকল সেন্সরই রয়েছে। Oppo F21 Pro ফোনে যে যে সেন্সরগুলো রয়েছে তা হলো অ্যাক্সেলারেশন সেন্সর, জায়রোক্সোপ সেন্সর, প্রোক্সিমিটি সেন্সর, ই-কম্পাস, এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।


Oppo F21 Pro ফোনের সিকিউরিটি

  • Fingerprint sensor: Under Display
  • Face Unlock

Oppo F21 Pro ফোনের সিকিউরিটি হিসেবে রয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গাপ্রিন্ট সেন্সর। পাশাপাশি অপো এফ২১ প্রো ফোনে ফেস আনলক সিস্টেমও রয়েছে।


Oppo F21 Pro ফোনের বক্স কন্টেন্ট

  • Main Mobile phone
  • Power adapter
  • USB Type-C data cable

Oppo F21 Pro ফোনের বক্স এ যা যা রয়েছে সেগুলো হলোঃ মূল ফোন, চার্জার, ইউএসবি টাইপ-সি ক্যাবল।


অপো এফ২১ প্রো ফোনের মেসেজিং সিস্টেম

  • SMS
  • Email
  • IM

অপো এফ২১ প্রো ফোনের মেসেজিং সিস্টেম এ রয়েছে এসএমএস, ইমেইল এবং এমএমএস (মাল্টিমিডিয়া মেসেজ সার্ভিস)।


Oppo F21 Pro ফোনের পার্ফমেন্স

প্রসেসরঃ Oppo F21 Pro ফোনে যে প্রসেসর ব্যবহার করা হয়েছে সেটা হলো স্নাপড্রাগন এর প্রসেসর Qualcomm Snapdragon 680 4G. এই ফোনে ৮ জিবি র‍্যাম ব্যবহার করা হয়েছে। 


মাল্টিটাস্কিংঃ এই ফোনের মাল্টিটাস্কিং মোটামুটি লেভেলের। এতে কোনো সমস্যা ছাড়াই একসাথে কয়েকটা অ্যাপ ইউস করা যাবে। মাল্টিটাস্কিং এর সময় তেমন কোনো সমস্যা হয় না। এতে ৯০ হার্জ রিফ্রেশ রেট যুক্ত থাকার ফলে এর পার্ফমেন্স আরো ভালো পাওয়া যায়।


ক্যামেরাঃ Oppo F21 Pro ফোনের মেইন ক্যামেরা ৬৪ মেগাপিক্সেল এর। এতে কোনো এতে কোনো আল্ট্রাওয়াইড শুটার নেই। ডেপথ সেন্সর এবং মাইক্রো রয়েছে। ৩২ মেগাপিক্সেল এর ফ্রন্ট ক্যামেরার পার্ফমেন্স মোটামুটি লেভেলের।


ব্যাটারিঃ এই ফোনে ৪৫০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে যেটার পার্ফমেন্স মোটামুটি লেভেলের। সাড়াদিন নরমাল ইউস করলে এক থেকে দেড় ব্যাকআপ পাওয়া যাবে আর একটু হ্যাভি ইউস করলে মোটামুটি একদিন ব্যাকআপ পাওয়া যাবে।


Disclaimer: We can not guarantee that the information on this page is 100% correct. Read more alert-warning


Post a Comment

নবীনতর পূর্বতন