দি সিটি ব্যাংক লিমিটেড বাংলাদেশের একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। ১৯৮৩ সালের ২৭ মার্চ দি সিটি ব্যাংক তাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। ব্যাংকটি ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-এ নিবন্ধিত।
সিটি ব্যাংক লোন ক্যালকুলেটর |
সিটি ব্যাংক এর লোনের বৈশিষ্ট্য
সিটি ব্যাংক থেকে লোন নেওয়ার আগে সিটি ব্যাংক এর লোনের বৈশিষ্ট্য সম্পর্কে আগে জানতে হবে।সিটি ব্যাংক এর লোনের কিছু বৈশিষ্ট্য নিচে উল্লেখ করা হলো-
- এখান থেকে সর্বনিম্ন ৫০ হাজার টাকা লোন নেওয়া যাবে।
- সর্বোচ্চ লোনের পরিমাণ ২ কোটি টাকা।
- যানবহনের ক্ষেত্রে মোট মূল্যের ৫০% পর্যন্ত লোন নেওয়া যাবে।
- সিটি ব্যাংক এর লোনের কোনো হিডেন চার্জ নেই।
যে যে ক্ষেত্রে সিটি ব্যাংক লোন দেয়
সিটি ব্যাংক মোট ৪ ধরণের লোন প্রদান করে থাকে। যে যে ক্ষেত্রে সিটি ব্যাংক লোন দেয় সেগুলো হলো-
- অটো লোন
- পার্সোনাল লোন
- হোম লোন
- সিটি বাইক লোন
সিটি ব্যাংক গ্রাহকগণকে বিভিন্ন ক্যাটাগরি থেকে এই চার ধরণের লোন দিয়ে থাকে। এই লোন গুলোর মধ্যে একেক ধরণের লোন নেওয়ার জন্য একেকধরণের রিকোয়ারমেন্ট রয়েছে।
সিটি ব্যাংক পার্সোনাল লোন
সিটি ব্যাংক পার্সোনাল লোন হলো অল্প আয়ের মানুষদের জন্য সিটি ব্যাংকের একটি লোন প্যাকেজ। এই প্যাকেজ থেকে সর্বনিম্ন ১ লাখ থেকে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত লোন বা ঋণ নেওয়া যাবে। পার্সোনাল লোনের সময়সীমা হলো ১২ থেকে ৬০ মাস পর্যন্ত।
পার্সোনাল লোনের বৈশিষ্ট্য
সিটি ব্যাংক পার্সোনাল লোনের বৈশিষ্ট্যগুলো হলো-
- সর্বনিম্ন লোন ১ লক্ষ টাকা।
- সর্বোচ্চ লোন ২০ লক্ষ টাকা
- লোনের সময়সীমা হলো ১২ থেকে ৬০ মাস পর্যন্ত।
- কোনো লুকায়িত চার্জ নেই।
- তুলনামূলক ইন্টারেস্ট রেট।
পার্সোনাল লোন নেওয়ার যোগ্যতা
সিটি ব্যাংক পার্সোনাল লোন নেওয়ার জন্য কিছু যোগ্যতার প্রয়োজন। পার্সোনাল লোন নেওয়ার যোগ্যতাগুলো হলো-
বয়সসীমা
- পার্সোনাল লোন নেওয়ার জন্য গ্রাহককের বয়স ২২ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।
অভিজ্ঞতা
- বেতনভোগী কর্মকর্তা: ন্যূনতম ১ বছর
- পেশাদার: ন্যূনতম ২ বছরের অনুশীলন
- ব্যবসায়ী: ন্যূনতম ৩ বছর
মাসিক আয়
- বেতনভোগী কর্মকর্তা: ২০,০০০ টাকা
- বাড়িওয়ালা: ৩০,০০০ টাকা
- পেশাদার: ৫০,০০০ টাকা
- ব্যবসায়ী ব্যক্তি: ৫০,০০০ টাকা
পার্সোনাল লোন নেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
পার্সোনাল লোন নেওয়ার জন্য যে যে কাগজপত্র প্রয়োজন হবে তা নিচে পিডিএফ আকারে দেওয়া হলো
- প্রয়োজনীয় কাগজপত্র
সিটি ব্যাংক লোন ক্যালকুলেটর
সিটি ব্যাংক লোন ক্যালকুলেটর হলো সিটি ব্যাংকের লোনের পরিমাপ, ইন্টারেস্ট রেট, সময়সীমা হিসাব করার জন্য একটি ক্যালকুলেটর। সিটি ব্যাংক লোন ক্যালকুলেটর ব্যবহার করে অটো লোন, পার্সোনাল লোন, হোম লোন এবং সিটি বাইক লোনের পরিমাপ, ইন্টারেস্ট রেট, সময়সীমা হিসাব হিসাব করা যাবে। এর জন্য-
১। প্রথমে এই লিংক এ প্রবেশ করে সিটি ব্যাংক এর লোন নেওয়ার অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
২। এরপর নিচের দিকে স্ক্রল করে Taking a loan? Calculate your EMI সেকশনে আসতে হবে।
৩। সেখান থেকে Loan Amount অংশে লোনের পরিমাণ, Tenure অংশে সময়সীমা এবং Interest Rate অংশে ইন্টারেস্টের পরিমাণ দিতে হবে।
৪। এরপর Calculate EMI বাটনে ক্লিক করলে EMI এর পরিমাণ দেখা যাবে।
এভাবে খুব সহজেই সিটি ব্যাংক লোন ক্যালকুলেটর ব্যবহার করে সিটি ব্যাংকের লোনের পরিমাপ, ইন্টারেস্ট রেট, সময়সীমা প্রদান করে EMI এর পরিমাণ হিসাব করা যায়।
একটি মন্তব্য পোস্ট করুন