বাংলাদেশে Realme C31 ফোনের দাম এবং ফুল রিভিউ বাংলা

রিয়েলমি তাদের নতুন Realme C31 ফোন রিলিজ করেছে। চাইনিজ স্মার্টফোন উৎপাদনকারী ব্রান্ড রিয়েলমি প্রতিনিয়ত নতুন নতুন স্মার্টফোন উৎপাদন করে থাকে। রিয়েলমি লো রেঞ্জ থেকে শুরু করে একেবারে ফ্লাগশিপ ক্যাটাগরির ফোন পর্যন্ত উৎপাদন করে থাকে।


Realme C31 মূলত একটি লো-মিড রেঞ্জ এর ফোন। রিয়েলমির লো-মিড রেঞ্জ এর ফোন Realme C31 এর দাম কত, এর বিস্তারিত স্পেসিফিকেশন, এর পার্ফমেন্স এবং এই প্রাইস রেঞ্জ এ মার্কেটে থাকা অন্যান্য ব্রান্ডের তুলনায় এই ফোন কেমন এই সব বিষয় নিয়ে এই রিভিউতে আলোচনা করা হবে।


বাংলাদেশে Realme C31 ফোনের দাম এবং ফুল রিভিউ বাংলা

বাংলাদেশে Realme C31 ফোনের দাম

বাংলাদেশে Realme C31 ফোনের অফিসিয়াল দাম ১২,৯৯০ টাকা। এই ফোনটি বাংলাদেশে অফিসিয়াল ভার্শনেই পাওয়া যাবে।


Realme C31 ফোনের স্পেসিফিকেশন

Realme এর C সিরিজের ফোন Realme C31 এর প্রসেসর, ডিসপ্লে, ক্যামেরা, বডি ম্যাটেরিয়্যালস, কালার ভ্যারিয়েন্ট, নেটওয়ার্ক কানেক্টিভিটি সহ আরো অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত স্পেসিফিকেশন নিচে আলোচনা করা হলো।


Realme C31 ফোনের কালার ভ্যারিয়েন্ট

  • Light Silver
  • Dark Green

Realme C31 মোট দুইটি কালার ভ্যারিয়েন্ট এ পাওয়া যাবে। এই ফোনের কালার ভ্যারিয়েন্ট গুলো হলো Light Silver এবং Dark Green.


Realme C31 ফোনের ডিসপ্লে

  • ডিসপ্লে সাইজঃ 6.5 Inch
  • ডিসপ্লে টাইপঃ IPS
  • ডিসপ্লে রেজুলেশনঃ HD+ 720 x 1600 pixels (270 ppi)

  • ডিসপ্লে ম্যাটেরিয়ালঃ LCD
  • গ্লাস প্রোটেকশনঃ Panda Glass

Realme C31 ফোনের ডিসপ্লে সেকশনে ৬.৫ ইঞ্চি এর একটি মাঝারি আকারের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এই ডিসপ্লে এর টাইপ হলো আইপিএস প্যানেল এবং এর রেজুলেশন ৭২০*১৬০০ পিক্সেল. এতে রেগুলার ৬০ হার্জ রিফ্রেশ রেট সংযুক্ত করা আছে। এর ডিসপ্লে ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহৃত হয়েছে LCD. এর গ্লাস প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে  Panda Glass.


Realme C31 ফোনের ডিজাইন এবং আউটলুক

Realme C31 ফোনটি ১৯৭ গ্রামের মাঝারি ধরণের একটা ফোন। এ ফোনটির বডি প্লাস্টিক বা পলিকার্বনেট এ তৈরি। এর ডিসপ্লেতে Panda Glass এর প্রোটেকশন ব্যবহার করা হয়েছে। এই ফোনের ফ্রন্ট ওয়াটার ড্রপ ক্যামেরা কাট-আউট রয়েছে। এবং  রিয়ার প্যানেলে চারকোনা ক্যামেরা হাউস এ তিনটি ক্যামেরা সেটআপ রয়েছে এবং একটি এলইডি ফ্লাশ লাইট রয়েছে।


এর বাটন এর ক্ষেত্রে ডান পাশে সাইড মাউন্টেড ফিংগার প্রিন্ট স্ক্যানার রয়েছে যেটা পাওয়ার বাটন হিসেবেও কাজ করবে। এর বাম পাশে রয়েছে ভলিউম ব্রোকার যেটা দিয়ে ভলিউম কমানো বাড়ানো যাবে। এর সিম কার্ড স্লট রয়েছে বাম পাশে ভলিউম ব্রোকারের উপরে যেখানে দুইটা ন্যানো সিম এবং একটা এক্সটার্ন্যাল মেমোরি কার্ড ব্যবহার করা যাবে।


Realme C31 এর পোর্টগুলোর ক্ষেত্রে নিচে প্রাইমারি মাইক্রোফোন, হেডফোন জ্যাক এবং মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট। এর প্রাইমারি স্পিকার রয়েছে ফোনের পেছনের অংশে। এবং ফ্রন্ট ক্যামেরার উপরে রয়েছে সেকেন্ডারি স্পিকার।


Realme C31ফোনের ডাইমেনশন

  • হাইটঃ 8.4 mm
  • লেন্থঃ 164.7 mm
  • ওজনঃ 197 g
  • প্রশস্থঃ 76.1 mm

Realme C31 ফোনের উচ্চতা হলো ৮.৪ মিলিমিটার। এই ফোনের দৈঘ্য হলো ১৬৪.৭ মিলিমিটার। এর ওজন হলো ১৯৭ গ্রাম এবং এর প্রশস্থ হলো ৭.১ মিলিমিটার। এই ফোন খুব একটা বড় নয়, মাঝারি গড়নের ফোন।


Realme C31 ফোনের ক্যামেরা

  • ফ্রন্ট ক্যামেরাঃ 5MP
  • রিয়ার ক্যামেরাঃ 13 MP Main + 0.3 MP Depth + 2 MP Macro

Realme C31 ফোনের ক্যামেরা সেকশনের ফ্রন্ট এ রয়েছে ৫ মেগাপিক্সেল এর ক্যামেরা। রিয়ার প্যানেল এ রয়েছে ১৩ মেগাপিক্সেল এর মেইন ক্যামেরা, ০.৩ মেগাপিক্সেল এর ডেপথ সেন্সর এবং ২ মেগাপিক্সেল এর ম্যাক্রো লেন্স। এতে কোনো আল্ট্রাওয়াইড শুটার নেই। এবং এর রিয়ার প্যানেল এ একটি ফ্লাশ এলইডি লাইট রয়েছে।


রিয়েলমি সি৩১ ফোনের নেটওয়ার্ক এবং কানেক্টিভিটি

  • নেটওয়ার্কঃ 4G
  • ব্লুটুথঃ 5.0, A2DP, LE
  • হেডফোন জ্যাকঃ 3.5 mm
  • লোকেশনঃ  GPS/A-GPS, GLONASS, GALILEO, BDS
  • ইউএসবিঃ  microUSB 2.0
  • WIFI: Wi-Fi 802.11 b/g/n, hotspot

রিয়েলমি সি৩১ ফোনের কানেক্টিভিটির নেটওয়ার্ক অংশ ৪জি সাপোর্টেড। এতে ৫জি সংযুক্ত নেই। সাথে রয়েছে ব্লুটুথ ৫.০ ভার্শন এবং ৩.৫ মিলি. হেডফোন জ্যাক। লোকেশন এর ক্ষেত্রে এই ফোনটি GPS/AGPS, GLONASS, GALILEO, BDS সমর্থন করে। এর ইউএসবি কানেক্টিভিটি হলো মাইক্রো ইউএসবি। এই ফোনটি  WiFi এবং hotspot সমর্থন করে।


Realme C31 ফোনের ব্যাটারি এবং চার্জিং

  • ব্যাটারিঃ 5000 mAh, Non Removable
  • চার্জারঃ 10W Fast Charger
  • রিভার্স চার্জিংঃ No

Realme C31 ফোনে ব্যাটারি হিসেবে রয়েছে ৫০০০ মিলি অ্যাম্পিয়ার এর বড় একটা নন রিমুভেবল ব্যাটারি। এবং এর সাথে রয়েছে ১০ ওয়াট এর চার্জার। এতে কোনো রিভার্স চার্জিং সুবিধা যুক্ত নেই।


Realme C31 ফোনের প্রসেসর

  • চিপসেটঃ Unisoc T612
  • প্রসেসরঃ Octa-core, 12nm, up to 1.82GHz
  • জিপিইউঃ ARM Mali-G57

Realme C31 ফোনের চিপসেট হিসেবে রয়েছে ইউনিসক এর টি৬১২ (১২ ন্যানোমিটার)। এর প্রসেসর হলো অক্টাকোর আপটু ১.৮২ গিগাহার্জ। এর জিপিইউ হলো ARM Mali-G57.


Realme C31 ফোনের অপারেটিং সিস্টেম

  • অপারেটিং সিস্টেমঃ Android™ 11

Realme C31 ফোনের অপারেটিং সিস্টেম হলো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত এবং এর ভার্শন হলো ১১।


রিয়েলমি সি৩১ ফোনের মেমোরি এবং স্টোরেজ

  • ইন্টারনাল স্টোরেজঃ 64GB
  • মাইক্রো এসডি সাপোর্টঃ microSDXC
  • র‍্যামঃ 4 GB

রিয়েলমি সি৩১ ফোনে ৬৪ জিবির ইন্টারন্যাল স্টোরেজ রয়েছে। এর ভার্শন হলো UFS 2.2. এই ফোনটির র‍্যাম হলো LPDDR4x ৪ জিবি। এটি অন্য কোনো র‍্যাম ভ্যারিয়েন্ট এ পাওয়া যাবে না। এই ফোনে র‍্যাম ভার্চুয়ালি বৃদ্ধি করার কোনো সুযোগ নেই। এতে এক্সটার্ন্যালি ১ টেরাবাইট পর্যন্ত মাইক্রো এসডি কার্ড ইনস্টল করা যাবে।


Realme C31 ফোনের  অডিও

  • মাইক্রোফোনঃ 1

Realme C31 মাইক্রোফোন সংখ্যা রয়েছে ১ টি। এতে আলাদাভাবে সেকেন্ডারি নয়েস ক্যান্সেলেশন মাইক্রোফোন নেই। Realme C31 ফোনে কোনো FM Radio নেই।


Realme C31 ফোনের সেন্সর

  • Light sensor
  • Gyro-meter
  • Proximity sensor
  • Acceleration sensor
  • Magnetic induction sensor

Realme C31 ফোনে প্রয়োজনীয় সকল সেন্সরই রয়েছে। রিয়েলমি সি৩১ ফোনে যে যে সেন্সরগুলো রয়েছে তা হলো অ্যাক্সেলারেশন সেন্সর, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, ডিসট্যান্স সেন্সর, ম্যাগনেটিক ইনডাকশন সেন্সর এবং ফিঙ্গার প্রিন্ট সেন্সর।


Realme C31 ফোনের সিকিউরিটি

  • Fingerprint sensor: Side Power key
  • Face Unlock

Realme C31 ফোনের সিকিউরিটি হিসেবে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গাপ্রিন্ট সেন্সর। পাশাপাশি Realme C31 ফোনে ফেস আনলক সিস্টেমও রয়েছে।


রিয়েলমি সি৩১ ফোনের বক্স কন্টেন্ট

  • realme C31
  • Micro USB Cable
  • 10W Charge Adapter
  • SIM Card Needle
  • Quick Guide
  • Important Product Information (including the Warranty Card)

রিয়েলমি সি৩১ ফোনের বক্স এ যা যা রয়েছে সেগুলো হলোঃ মূল ফোন, চার্জার, মাইক্রো ইউএসবি ক্যাবল, কুইক স্টার্ট গাইড।


Realme C31 ফোনের মেসেজিং সিস্টেম

  • SMS
  • MMS
  • Email

Realme C31 ফোনের মেসেজিং সিস্টেম এ রয়েছে এসএমএস ইমেইল এবং এমএমএস (মাল্টিমিডিয়া মেসেজ সার্ভিস)।


Realme C31 ফোনের পার্ফমেন্স

প্রসেসরঃ Realme C31 ফোনে যে প্রসেসর ব্যবহার করা হয়েছে সেটা হলো ইউনিসক এর প্রসেসর Unisoc T612. এই ফোনে ৪ জিবি র‍্যাম ব্যবহার করা হয়েছে। 


মাল্টিটাস্কিংঃ এই ফোনের মাল্টিটাস্কিং মোটামুটি লেভেলের। এতে কোনো সমস্যা ছাড়াই একসাথে কয়েকটা অ্যাপ ইউস করা যাবে। মাল্টিটাস্কিং এর সময় তেমন কোনো সমস্যা হয় না।

ক্যামেরাঃ Realme C31 ফোনের মেইন ক্যামেরা ১৩ মেগাপিক্সেল এর। এতে কোনো এতে কোনো আল্ট্রাওয়াইড শুটার নেই। এতে ডেপথ সেন্সর এবং ম্যাক্রো লেন্স রয়েছে। ৫ মেগাপিক্সেল এর ফ্রন্ট ক্যামেরার পার্ফমেন্স মোটামুটি লেভেলের।


ব্যাটারিঃ এই ফোনে ৫০০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে যেটার পার্ফমেন্স মোটামুটি লেভেলের। সাড়াদিন নরমাল ইউস করলে দেড় থেকে দুইদিন ব্যাকআপ পাওয়া যাবে আর একটু হ্যাভি ইউস করলে মোটামুটি একদিন ব্যাকআপ পাওয়া যাবে। স্ট্যান্ড বাই অবস্থায় এই ফোনের চার্জ ২৪ দিন পর্যন্ত থাকবে।


Disclaimer: We can not guarantee that the information on this page is 100% correct. Read more alert-warning


Post a Comment

নবীনতর পূর্বতন