নাম্বার সেভ না করেই হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানোর উপায়

আমাদের প্রায়ই হোয়াটসঅ্যাপে অপরিচিত লোককে মেসেজ পাঠাতে হয়। যার জন্য আমাদের অপরিচিত নাম্বার কোনো দরকার ছাড়াই মোবাইলে সেভ করতে হয়। কারণ হোয়াটসঅ্যাপে শুধু সেই নাম্বারেই আমরা মেসেজ বা কল করতে পারি, যে নাম্বার গুলো আমাদের মোবাইলে আগে থেকেই সেভ করা আছে।


কিন্তু বর্তমানে হোয়াটসঅ্যাপে এমন কিছু সুবিধা আছে যে, নাম্বার সেভ করেই হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো যাবে।


নাম্বার সেভ না করেই হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানোর উপায়


মোবাইল নাম্বার সেভ না করে কীভাবে হোয়াটসঅ্যাপ এ মেসেজ পাঠানো যায়?

মোবাইল নাম্বার সেভ না করে হোয়াটসঅ্যাপ এ মেসেজ পাঠানোর জন্য-

১। এর জন্য হোয়াটসঅ্যাপ অ্যাপ টি লেটেস্ট ভার্শনে থাকতে হবে। তাই প্রথমে মোবাইলে হোয়াটসঅ্যাপে অ্যাপ টি গুগল প্লে-স্টোর বা অ্যাপল অ্যাপ-স্টোর থেকে আপডেট করে নিতে হবে।


২। হোয়াটসঅ্যাপ লেটেস্ট ভার্শনে আপডেট করার পর মোবাইলের যে কোনো একটি ওয়েব ব্রাউজার ওপেন করতে হবে। যেমনঃ গুগল ক্রোম। 


৩। ব্রাউজার ওপেন করার পর অ্যাড্রেস বারে নিচের লিংকটি টাইপ করতে হবে। "https://wa.me/Number

উদাহরণ - "https://wa.me/0120000000"


৪। উপরের লিঙ্কটির শেষে যেখানে নাম্বার লেখা আছে, সেখানে ওই নাম্বার এর জায়গায় যার নাম্বার সেভ না করে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে হবে ওই নাম্বার দিয়ে সার্চ করতে হবে।


৫। লিংকটি ওপেন হওয়ার সাথে সাথে অটোম্যাটিক্যালি মোবাইলে হোয়াটসঅ্যাপ খুলে যাবে। এবং যে নাম্বার দিয়ে ওই লিংকটি ক্লিক করা হয়েছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারের চ্যাট খুলে যাবে। 


একই ভাবে কম্পিউটারেও নাম্বার সেভ না করেই হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো যাবে, তবে এই জন্য কম্পিউটারেও হোয়াটসঅ্যাপ সফটওয়ার ইন্সটল থাকতে হবে। 


উপরের এই পদ্ধতি অনুসরণ করে খুব সহজেই হোয়াটসঅ্যাপ থেকে যেকোনো নাম্বার এ মেসেজ করা যাবে কোনো অপরিচিত নাম্বার সেভ করার প্রয়োজন হবে না।


Post a Comment

নবীনতর পূর্বতন