শাওমি তাদের নতুন Xiaomi Redmi Note 11 4G ফোন রিলিজ করেছে। চাইনিজ স্মার্টফোন উৎপাদনকারী ব্রান্ড শাওমি প্রতিনিয়ত নতুন নতুন স্মার্টফোন উৎপাদন করে থাকে। ভিভো লো রেঞ্জ থেকে শুরু করে একেবারে ফ্লাগশিপ ক্যাটাগরির ফোন পর্যন্ত উৎপাদন করে থাকে।
Xiaomi Redmi Note 11 4G মূলত একটি মিড রেঞ্জ এর ফোন। শাওমির মিড রেঞ্জ এর ফোন Xiaomi Redmi Note 11 4G এর দাম কত, এর বিস্তারিত স্পেসিফিকেশন, এর পার্ফমেন্স এবং এই প্রাইস রেঞ্জ এ মার্কেটে থাকা অন্যান্য ব্রান্ডের তুলনায় এই ফোন কেমন এই সব বিষয় নিয়ে এই রিভিউতে আলোচনা করা হবে।
বাংলাদেশে Xiaomi Redmi Note 11 4G ফোনের দাম
বাংলাদেশে Xiaomi Redmi Note 11 4G ফোনের আন অফিসিয়াল দাম ১৯ হাজার থেকে ২০ হাজার টাকা। এই ফোনটি এখনো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়নি।
Xiaomi Redmi Note 11 4G ফোনের স্পেসিফিকেশন
Xiaomi এর Redmi Note সিরিজের ফোন Xiaomi Redmi Note 11 4G এর প্রসেসর, ডিসপ্লে, ক্যামেরা, বডি ম্যাটেরিয়্যালস, কালার ভ্যারিয়েন্ট, নেটওয়ার্ক কানেক্টিভিটি সহ আরো অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত স্পেসিফিকেশন নিচে আলোচনা করা হলো।
Xiaomi Redmi Note 11 4G ফোনের কালার ভ্যারিয়েন্ট
- Carbon Gray
- Pebble Whit
- Sea Blue
Xiaomi Redmi Note 11 4G মোট তিনটি কালার ভ্যারিয়েন্ট এ পাওয়া যাবে। এই ফোনের কালার ভ্যারিয়েন্ট গুলো হলো Carbon Gray, Pebble Whit এবং Sea Blue.
Xiaomi Redmi Note 11 4G ফোনের ডিসপ্লে
- ডিসপ্লে সাইজঃ 6.5 Inch
- ডিসপ্লে টাইপঃ IPS
- ডিসপ্লে রেজুলেশনঃ FHD+1080*2460, 90HZ
- ডিসপ্লে ম্যাটেরিয়ালঃ LCD
Xiaomi Redmi Note 11 4G ফোনের ডিসপ্লে সেকশনে ৬.৫ ইঞ্চি এর একটি মাঝারি আকারের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এই ডিসপ্লে এর টাইপ হলো আইপিএস প্যানেল এবং এর রেজুলেশন 1080*2460. এতে ৯০ হার্জ রিফ্রেশ রেট সংযুক্ত করা আছে। এর ডিসপ্লে ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহৃত হয়েছে LCD.
Xiaomi Redmi Note 11 4G ফোনের ডিজাইন এবং আউটলুক
Xiaomi Redmi Note 11 4G ফোনটি ১৮১ গ্রামের হালকা এবং মাঝারি ধরণের একটা ফোন। এ ফোনটির বডি প্লাস্টিক বা পলিকার্বনেট এ তৈরি। এর ডিসপ্লেতে কোনো প্রোটেকশন ব্যবহার করা হয় নি। এই ফোনের ফ্রন্ট এ পাঞ্চ হোল ক্যামেরা কাট-আউট রয়েছে। এবং রিয়ার প্যানেলে চারকোনা ক্যামেরা হাউস এ তিনটি ক্যামেরা সেটআপ রয়েছে এবং একটি ক্যামেরার জায়গা ফাঁকা রাখা হয়েছে।
এর বাটন এর ক্ষেত্রে ডান পাশে সাইড মাউন্টেড ফিংগার প্রিন্ট স্ক্যানার রয়েছে যেটা পাওয়ার বাটন হিসেবেও কাজ করবে। এর উপরে রয়েছে ভলিউম ব্রোকার যেটা দিয়ে ভলিউম কমানো বাড়ানো যাবে। এর সিম কার্ড স্লট রয়েছে বাম পাশে যেখানে দুইটা ন্যানো সিম এবং একটা এক্সটার্ন্যাল মেমোরি কার্ড ব্যবহার করা যাবে।
Xiaomi Redmi Note 11 4G এর পোর্টগুলোর ক্ষেত্রে নিচে প্রাইমারি স্পিকার, প্রাইমারি মাইক্রোফোন, এবং ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট। উপরে রয়েছে আলাদাভাবে বটম ফেসিং স্পিকার, ৩.৫ মিলি. হেডফোন জ্যাক, ইনফ্রারেড পোর্ট এবং সেকেন্ডারি নয়েস ক্যান্সেলেশন মাইক্রোফোন।
Xiaomi Redmi Note 11 4G ফোনের ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ 8MP
- রিয়ার ক্যামেরাঃ 50 MP Main + 8 MP Ultrawide + 2 MP Macro
Xiaomi Redmi Note 11 4G ফোনের ক্যামেরা সেকশনের ফ্রন্ট এ রয়েছে ৮ মেগাপিক্সেল এর ক্যামেরা। রিয়ার প্যানেল এ রয়েছে ৫০ মেগাপিক্সেল এর মেইন ক্যামেরা, ৮ মেগাপিক্সেল এর আল্ট্রাওয়াইড শুটার এবং ২ মেগাপিক্সেল এর ম্যাক্রো লেন্স। এতে কোনো টেলিফটো লেন্স বা ডেপথ সেন্সর নেই। এবং এর রিয়ার প্যানেল এ একটি ফ্লাশ এলইডি লাইট রয়েছে।
Xiaomi Redmi Note 11 4G ফোনের নেটওয়ার্ক এবং কানেক্টিভিটি
- নেটওয়ার্কঃ 4G
- ব্লুটুথঃ 5.1, A2DP, LE
- হেডফোন জ্যাকঃ 3.5 mm
- লোকেশনঃ GPS/A-GPS, GLONASS, GALILEO, BDS
- ইউএসবিঃ USB Type-C
- WIFI: 802.11 a/b/g/n/ac, dual-band, Wi-Fi Direct, hotspot
Xiaomi Redmi Note 11 4G ফোনের কানেক্টিভিটির নেটওয়ার্ক অংশ ৪জি সাপোর্টেড। এতে ৫জি সংযুক্ত নেই। সাথে রয়েছে ব্লুটুথ ৫.১ ভার্শন এবং ৩.৫ মিলি. হেডফোন জ্যাক। লোকেশন এর ক্ষেত্রে এই ফোনটি GPS/AGPS, GLONASS, GALILEO, BDS সমর্থন করে। এর ইউএসবি কানেক্টিভিটি হলো টাইপ-সি। এই ফোনটি ২.৪ গিগা হার্জ এবং ৫ গিগাহার্জ দুইটাই WiFi ই সমর্থন করে।
Xiaomi Redmi Note 11 4G ফোনের ব্যাটারি এবং চার্জিং
- ব্যাটারিঃ 5000 mAh, Non Removable
- চার্জারঃ 18W Fast Charger
- রিভার্স চার্জিংঃ 9W
Xiaomi Redmi Note 11 4G ফোনে ব্যাটারি হিসেবে রয়েছে ৫০০০ মিলি অ্যাম্পিয়ার এর বড় একটা নন রিমুভেবল ব্যাটারি। এবং এর সাথে রয়েছে ১৮ ওয়াট এর চার্জার। এতে ৯ ওয়াট পর্যন্ত রিভার্স চার্জিং সুবিধা যুক্ত আছে। অর্থ্যাত এই ফোন দিয়ে ৯ ওয়াট পর্যন্ত অন্য ডিভাইস চার্জ করা যাবে।
Xiaomi Redmi Note 11 4G ফোনের প্রসেসর
- চিপসেটঃ Mediatek Helio G88 (12 nm)
- প্রসেসরঃ Octa-core, up to 2.0 GHz
- জিপিইউঃ ARM Mali-G52, 1.0GHz
Xiaomi Redmi Note 11 4G ফোনের চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটেক এর হেলিও জি৮৮ (১২ ন্যানোমিটার)। এর প্রসেসর হলো অক্টাকোর আপটু ২.০ গিগাহার্জ। এর জিপিইউ হলো ARM Mali-G52, 1.0GHz.
Xiaomi Redmi Note 11 4G ফোনের অপারেটিং সিস্টেম
- অপারেটিং সিস্টেমঃ Android™ 11
Xiaomi Redmi Note 11 4G ফোনের অপারেটিং সিস্টেম হলো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত এবং এর ভার্শন হলো ১১।
Xiaomi Redmi Note 11 4G ফোনের মেমোরি এবং স্টোরেজ
- ইন্টারনাল স্টোরেজঃ 128GB
- মাইক্রো এসডি সাপোর্টঃ microSDXC
- র্যামঃ 4/6 GB
Xiaomi Redmi Note 11 4G ফোনে ১২৮ জিবির একটা বিশাল ইন্টারন্যাল স্টোরেজ রয়েছে। এর ভার্শন হলো EMMC5.1. এই ফোনটির র্যাম হলো LPDDR4x ৪ জিবি। এটি ৬ জিবি র্যাম ভ্যারিয়েন্টেও পাওয়া যাবে। এই ফোনে র্যাম ভার্চুয়ালি বৃদ্ধি করার কোনো সুযোগ নেই। এতে এক্সটার্ন্যাল মাইক্রো এসডি কার্ড ইনস্টল করা যাবে।
শাওমি রেডমি নোট ১১ ৪জি ফোনের অডিও
- মাইক্রোফোনঃ 2
শাওমি রেডমি নোট ১১ ৪জি মাইক্রোফোন সংখ্যা রয়েছে ২ টি। এতে আলাদাভাবে সেকেন্ডারি নয়েস ক্যান্সেলেশন মাইক্রোফোন আছে। Xiaomi Redmi Note 11 4G ফোনে কোনো FM Radio নেই।
Xiaomi Redmi Note 11 4G ফোনের মাল্টিমিডিয়া
- অডিও প্লেয়ারঃ MP3, FLAC, APE, M4A, AAC, OGG, WAV, AMR, AWB
- রিংটোন ফরম্যাটঃ MP3
- ভিডিও প্লেয়ারঃ MP4, M4V, 3GP, 3G2, AVI, MKV, WMV, WEBM, ASF
Xiaomi Redmi Note 11 4G ফোনের অডিও প্লেয়ারে MP3, FLAC, APE, M4A, AAC, OGG, WAV, AMR, AWB অডিও ফরম্যাট গুলো সাপোর্ট করবে। এর রিংটোন ফরম্যাট হলো MP3. এই ফোনের ভিডিও প্লেয়ারে MP4, M4V, 3GP, 3G2, AVI, MKV, WMV, WEBM, ASF ফরম্যাট গুলো সাপোর্ট করবে।
Xiaomi Redmi Note 11 4G ফোনের ডাইমেনশন
- হাইটঃ 8.92 mm
- লেন্থঃ 161.95 mm
- ওজনঃ 181 g
- প্রশস্থঃ 75.53 mm
Xiaomi Redmi Note 11 4G ফোনের উচ্চতা হলো ৮.৯২ মিলিমিটার। এই ফোনের দৈঘ্য হলো ১৬১.৯৫ মিলিমিটার। এর ওজন হলো ১৮১ গ্রাম এবং এর প্রশস্থ হলো ৭৫.৫৩ মিলিমিটার। এই ফোন খুব একটা বড় নয়, মাঝারি গড়নের ফোন।
Xiaomi Redmi Note 11 4G ফোনের সেন্সর
- Acceleration sensor
- Ambient light sensor
- Distance sensor
- Electronic compass
- Infrared remote control
- Fingerprint sensor
Xiaomi Redmi Note 11 4G ফোনে প্রয়োজনীয় সকল সেন্সরই রয়েছে। Xiaomi Redmi Note 11 4G ফোনে যে যে সেন্সরগুলো রয়েছে তা হলো অ্যাক্সেলারেশন সেন্সর, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, ডিসট্যান্স সেন্সর, ইলেক্ট্রনিক সেন্সর, ইনফ্রারেড রিমোট সেন্সর এবং ফিঙ্গার প্রিন্ট।
শাওমি রেডমি নোট ১১ ৪জি ফোনের সিকিউরিটি
- Fingerprint sensor: Side Power key
- Face Unlock
শাওমি রেডমি নোট ১১ ৪জি ফোনের সিকিউরিটি হিসেবে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গাপ্রিন্ট সেন্সর। পাশাপাশি Xiaomi Redmi Note 11 4G ফোনে ফেস আনলক সিস্টেমও রয়েছে।
শাওমি রেডমি নোট ১১ ৪জি ফোনের বক্স কন্টেন্ট
- Main Mobile phone
- Power adapter
- USB Type-C data cable
- Mobile phone case
- Film (covered on the screen)
- Pins
- Instructions
শাওমি রেডমি নোট ১১ ৪জি ফোনের বক্স এ যা যা রয়েছে সেগুলো হলোঃ মূল ফোন, চার্জার, ইউএসবি টাইপ-সি ক্যাবল, মোবাইল ফোন কেইস, ফিল্ম, পিন এবং কুইক স্টার্ট গাইড।
Xiaomi Redmi Note 11 4G ফোনের মেসেজিং সিস্টেম
- SMS (threaded view)
- MMS
- IM
Xiaomi Redmi Note 11 4G ফোনের মেসেজিং সিস্টেম এ রয়েছে এসএমএস ইমেইল এবং এমএমএস (মাল্টিমিডিয়া মেসেজ সার্ভিস)। এতে আইএম ও আছে।
Xiaomi Redmi Note 11 4G ফোনের পার্ফমেন্স
প্রসেসরঃ Xiaomi Redmi Note 11 4G ফোনে যে প্রসেসর ব্যবহার করা হয়েছে সেটা হলো মিডিয়াটেক এর প্রসেসর Mediatek Helio G88. এই ফোনে ৪/৬ জিবি র্যাম ব্যবহার করা হয়েছে।
মাল্টিটাস্কিংঃ এই ফোনের মাল্টিটাস্কিং মোটামুটি লেভেলের। এতে কোনো সমস্যা ছাড়াই একসাথে কয়েকটা অ্যাপ ইউস করা যাবে। মাল্টিটাস্কিং এর সময় তেমন কোনো সমস্যা হয় না। এতে ৯০ হার্জ রিফ্রেশ রেট যুক্ত থাকার ফলে এর পার্ফমেন্স আরো ভালো পাওয়া যায়।
ক্যামেরাঃ শাওমি রেডমি নোট ১১ ৪জি ফোনের মেইন ক্যামেরা ৫০ মেগাপিক্সেল এর। এতে কোনো এতে কোনো ডেপথ সেন্সর নেই। আল্ট্রাওয়াইড লেন্স এবং ম্যাক্রো লেন্স রয়েছে। ৮ মেগাপিক্সেল এর ফ্রন্ট ক্যামেরার পার্ফমেন্স মোটামুটি লেভেলের।
ব্যাটারিঃ এই ফোনে ৫০০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে যেটার পার্ফমেন্স মোটামুটি লেভেলের। সাড়াদিন নরমাল ইউস করলে দেড় থেকে দুইদিন ব্যাকআপ পাওয়া যাবে আর একটু হ্যাভি ইউস করলে মোটামুটি একদিন ব্যাকআপ পাওয়া যাবে। স্ট্যান্ড বাই অবস্থায় এই ফোনের চার্জ ২৪ দিন পর্যন্ত থাকবে।
Disclaimer: We can not guarantee that the information on this page is 100% correct. Read more alert-warning
একটি মন্তব্য পোস্ট করুন