বাংলাদেশে Nokia 8V 5G UW ফোনের দাম এবং ফুল রিভিউ বাংলা

Nokia 8V 5G UW ফোনটি বাংলাদেশে নতুন এসেছে। যদিও Nokia 8V 5G UW ফোনটি আমেরিকার মার্কেটে ২০২০ সালের শেষের দিকে লঞ্চ হয়েছিল। আমেরিকান মার্কেটে এর দাম ৭০০ ডলার হলেও বাংলাদেশে এর আন-অফিসিয়াল দাম ১৭ হাজার থেকে ১৮ হাজার। Nokia 8V 5G UW ফোনটি এখনো বাংলাদেশে অফিসিয়াল রিলিজ হয়নি।


একই ফোনের আমেরিকান মার্কেট এবং বাংলাদেশি মার্কেট এ দামের বিশাল তারতম্য হওয়ার কারণে আমাদের অনেকের মনেই প্রশ্ন যে এটি কোনো নকল ফোন কিনা বা এটি সেকেন্ড হ্যান্ড ফোন কিনা। এই সব বিষয়, বিস্তারিত স্পেসিফিকেশন এবং এর পার্ফমেন্স নিয়ে আজকের রিভিউতে আলোচনা করা হবে।


বাংলাদেশে নকিয়া 8V 5G UW ফোনের দাম এবং ফুল রিভিউ বাংলা

বাংলাদেশে Nokia 8V 5G UW ফোনের দাম

বাংলাদেশে Nokia 8V 5G UW ফোনের আন অফিসিয়াল দাম ১৭ হাজার থেকে ১৮ হাজার টাকা। এই ফোনটি এখনো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়নি।


Nokia 8V 5G UW ফোনের স্পেসিফিকেশন

আমাদের দেশে Nokia 8V 5G UW ফোনটি কম দামে অনেক ভালো স্পেসিফিকেশন অফার করছে। এর প্রসেসর, ডিসপ্লে, ক্যামেরা, বডি ম্যাটেরিয়্যালস, কালার ভ্যারিয়েন্ট, নেটওয়ার্ক কানেক্টিভিটি সহ আরো অন্যান্য বিষয় নিয়ে নিচে আলোচনা করা হলো।


Nokia 8V 5G UW ফোনের কালার ভ্যারিয়েন্ট

  • Meteor Grey
এই ফোনটি কেবলমাত্র Meteor Grey এই একটি কালার ভ্যারিয়েন্টেই পাওয়া যাবে। এর আর অন্য কোনো কালার ভ্যারিয়েন্ট পাওয়া যাবে না।


Nokia 8V 5G UW ফোনের ডিসপ্লে

  • রেজুলেশনঃ FHD+
  • সাইজঃ 6.81 inch
  • অ্যাসপেক্ট রেশিওঃ 20:9
Nokia 8V 5G UW ফোনের ডিসপ্লে সেকশনে ৬.৮১ ইঞ্চি এর একটি বিশাল ডিসপ্লে ব্যাবহার করা হয়েছে। এই ডিসপ্লের রেজুলেশন হলো FHD+. এর ডিসপ্লেতে গরিলা গ্লাস এর প্রোটেকশন ব্যবহার করা হয়েছে।


Nokia 8V 5G UW ফোনের ডিজাইন এবং আউটলুক

Nokia 8V 5G UW ফোনটি বেশ ভারি এবং বড়সড় একটা ফোন। এর বডি ফ্রেমটি প্লাস্টিক বা পলি কার্বনেট এ তৈরি। এর রিয়ার প্যানেলে গোল ক্যামেরা হাউস এ কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে। এর ডান পাশে একটি হোম বাটন রয়েছে যেটা ফিংগার প্রিন্ট স্ক্যানার হিসেবেও কাজ করবে। এর উপরে রয়েছে ভলিউম ব্রোকার যেটা দিয়ে ভলিউম কমানো বাড়ানো যাবে। এর উপরে সিম কার্ড স্লট রয়েছে, যেখানে একটা মেমোরি কার্ড সহ কেবল একটি মাত্র সিম কার্ড ইনসার্ট করা যাবে।


Nokia 8V 5G UW ফোনের বাম পাশে রয়েছে গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন যেটা দিয়ে গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করা যাবে। এটাকে গুগল অ্যাসিস্ট্যান্ট ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না। এর উপরের দিকে রয়েছে একটি সেকেন্ডারি নয়েস ক্যান্সেলেশন মাইক্রোফোন। এর নিচের দিকে রয়েছে সিংগেল স্পিকার, প্রাইমারি মাইক্রোফোন, ৩.৫ মিলি. হেডফোন জ্যাক এবং ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট।


Nokia 8V 5G UW ফোনের ক্যামেরা

  • ফ্রন্ট ক্যামেরাঃ 24 MP
  • রিয়ার ক্যামেরাঃ 64 MP Main + 2 MP Depth + 12 MP Ultrawide + 2 MP Macro

Nokia 8V 5G UW ফোনের ক্যামেরা সেকশনের ফ্রন্ট এ রয়েছে ২৪ মেগাপিক্সেল এর ক্যামেরা। রিয়ার ক্যামেরা অংশে রয়েছে ৬৪ মেগাপিক্সেল এবং ১.৮ অ্যাপাচার এর মেইন ক্যামেরা। সাথে রয়েছে ১২ মেগাপিক্সেল এবং ২.২ অ্যাপাচার এর আল্ট্রাওয়াইড ক্যামেরা। অন্য দুটি ক্যামেরা হলো ২ মেগাপিক্সেল এবং ২.৪ অ্যাপাচার এর ডেপথ সেন্সর এবং ম্যাক্রো সেন্সর। এবং এর রিয়ার প্যানেল এ একটি ফ্লাশ এলইডি লাইট রয়েছে।


Nokia 8V 5G UW ফোনের নেটওয়ার্ক এবং কানেক্টিভিটি

  • নেটওয়ার্কঃ 5G
  • ব্লুটুথঃ 5.0

  • হেডফোন জ্যাকঃ 3.5 mm
  • লোকেশনঃ GPS/AGPS, GLONASS, Beidou
  • ইউএসবিঃ USB Type-C
  • WiFi: 802.11 b/g/n/ac
Nokia 8V 5G UW ফোনের কানেক্টিভিটির নেটওয়ার্ক অংশ ৫জি সাপোর্টেড। এতে রয়েছে ব্লুটুথ এর ৫.০ ভার্শন। লোকেশন এর ক্ষেত্রে এই ফোনটি GPS/AGPS, GLONASS, Beidou সমর্থিত। এতে ৩.৫ মিলি. হেডফোন জ্যাক রয়েছে। এর ইউএসবি কানেক্টিভিটি হলো টাইপ-সি। নকিয়া 8V 5G UW  ২.৪ গিগা হার্জ এবং ৫ গিগাহার্জ WiFi সমর্থন করে।


Nokia 8V 5G UW ফোনের ব্যাটারি এবং চার্জিং

  • ব্যাটারিঃ 4500 mAh, Non Removable
  • চার্জারঃ 18 Watt

Nokia 8V 5G UW ফোনটিতে ব্যাটারি হিসেবে রয়েছে ৪৫০০ মিলি অ্যাম্পিয়ার এর নন রিমুভেবল ব্যাটারি। এবং এর সাথে রয়েছে ১৮ ওয়াট এর ফার্স্ট চার্জার।


Nokia 8V 5G UW ফোনের মেমোরি এবং স্টোরেজ

  • ইন্টারনাল স্টোরেজঃ 64 GB
  • মাইক্রো এসডি সাপোর্টঃ 512 GB
  • র‍্যামঃ 6 GB

Nokia 8V 5G UW এর ইন্টারন্যাল স্টোরেজ ৬৪ জিবি। এর ভার্শন হলো ইউএফএস ২.১। এই ফোনটির র‍্যাম হলো LPDDR4x ৬ জিবি। এতে ৫১২ জিবি পর্যন্ত এক্সটার্ন্যাল মাইক্রো এসডি ইনস্টল করা যাবে।


Nokia 8V 5G UW ফোনের অপারেটিং সিস্টেম

  • অপারেটিং সিস্টেমঃ Android™ 10

Nokia 8V 5G UW ফোনের অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রোয়েড ১০। এতে অ্যান্ড্রোয়েড ১১ এর আপডেট আসার কথা রয়েছে।


নকিয়া 8V 5G UW ফোনের অডিও

  • ফিচারসঃ FM Radio (Headset required), Ozo Audio
  • মাইক্রোফোনঃ 2

নকিয়া 8V 5G UW ফোনের অডিও সিস্টেমে রয়েছে এফ এম রেডিও এবং Ozo অডিও সিস্টেম। এবং এতে মাইক্রোফোন সংখ্যা রয়েছে ২ টি।


Nokia 8V 5G UW ফোনের প্রসেসর

  • সিপিইউঃ Qualcomm® Snapdragon™ 765G

Nokia 8V 5G UW এ প্রসেসর হিসেবে ব্যবহার হয়েছে Qualcomm® Snapdragon™ 765G. এটি একটি কোয়ালকমের প্রসেসর। এই ফোনে জিপিও হিসাবে রয়েছে অ্যাড্রিনো ৬২০।


Nokia 8V 5G UW ফোনের সিকিউরিটি

  • Fingerprint sensor:Side Power key
  • Face Unlock

Nokia 8V 5G UW ফোনের সিকিউরিটি হিসেবে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গাপ্রিন্ট সেন্সর। পাশাপাশি এতে ফেস আনলক সিস্টেমও রয়েছে।


Nokia 8V 5G UW ফোনের ডাইমেনশন

  • হাইটঃ 8.99 mm
  • লেন্থঃ 171.9 mm
  • ওজনঃ 227 g
  • প্রশস্থঃ 78.56 mm

Nokia 8V 5G UW ফোনের উচ্চতা হলো ৮.৯৯ মিলিমিটার। এই ফোনের দৈঘ্য হলো ১৭১.৯ মিলিমিটার। এর ওজন হলো ২২৭ গ্রাম এবং এর প্রশস্থ হলো ৭৮.৫৬ মিলিমিটার।


Nokia 8V 5G UW ফোনের সেন্সর

  • Accelerometer (G-sensor)
  • Ambient light sensor
  • e-Compass
  • Gyroscope
  • Proximity sensor

Nokia 8V 5G UW ফোনে অ্যাক্সেলেটর (জি-সেন্সর), অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, ই-কম্পাস, জাইরোস্কোপ, প্রোক্সিমিটি সেন্সর সহ সব প্রয়োজনীয় সেন্সর রয়েছে।


Nokia 8V 5G UW ফোনের বক্স কন্টেন্ট

  • Main Phone
  • Charger
  • USB Type C Cable
  • Quick Start Guide

Nokia 8V 5G UW ফোনের বক্স এ যা যা রয়েছে সেগুলো হলোঃ মূল ফোন, চার্জার, ইউএসবি টাইপ-সি ক্যাবল, কুইক স্টার্ট গাইড।


Nokia 8V 5G UW ফোনের মেসেজিং সিস্টেম

  • E-MAIL
  • MMS

Nokia 8V 5G UW ফোনের মেসেজিং সিস্টেম হিসেবে রয়েছে ইমেইল এবং এমএমএস (মাল্টিমিডিয়া মেসেজ সার্ভিস)।


নকিয়া 8V 5G UW ফোনের পার্ফমেন্স

প্রসেসরঃ Nokia 8V 5G UW ফোনের প্রসেসর পার্ফমেন্স খুবই ভালো কেননা এতে ব্যবহ্রত Qualcomm® Snapdragon™ 765G টি একটা অপ্টিমাইজড প্রসেসর। এই ফোনে পাবজি, কল অফ ডিউটি, অ্যাসফ্যাল্ট ৯ সহ সব গেমই কোনো রকম ল্যাগ ছাড়াই ভালোভাবে খেলা যায়। ডে টু ডে ইউজে কোনো সমস্যা হয় না।


মাল্টিটাস্কিংঃ এই ফোনের মাল্টিটাস্কিং মোটামুটি লেভেলের। এতে কোনো সমস্যা ছাড়াই একসাথে কয়েকটা অ্যাপ ইউস করা যাবে। মাল্টিটাস্কিং এর সময় তেমন কোনো সমস্যা হয় না।


ক্যামেরাঃ Nokia 8V 5G UW ফোনের ক্যামেরার পার্ফমেন্সও ভালো। এই ফোনের ক্যামেরা অনেক ভালো ন্যাচারাল ছবি তুলতে পারে। অর্থ্যাত আমরা আমাদের চোখে যা দেখতে পাই এই ফোনের ক্যামেরা এটামুটি সেরকমই ছবি তুলতে পারে। এর ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা দিনের আলোতে ভালো শার্পনেস এবং ডিটেলস ধরে রাখতে পারে। তবে লো লাইটে খুব একটা ভালো ছবি তুলতে পারে না। তবে এটি পোট্রেইট মুড এ ভালো ছবি তুলতে পারে। এই ফোনের ভিডিও কোয়ালিটিও ভালো মানের।


এর ২৪ মেগাপিক্সেল এর ফ্রন্ট ক্যামেরাও ভালো মানের ছবি তুলতে পারে। ছবিতে শার্পনেস এবং ডিটেলস ধরে রাখতে পারে। তবে ডায়নামিক রেঞ্জ এ কিছু ঘাটতি রয়েছে। ফ্রন্ট ক্যামেরার ভিডিও কোয়ালিটিও ভালো মানের।


ব্যাটারিঃ নকিয়া 8V 5G UW ফোনে ৪৫০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে যেটার পার্ফমেন্স মোটামুটি লেভেলের। সাড়াদিন নরমাল ইউস করলে দেড় থেকে দুইদিন ব্যাকআপ পাওয়া যাবে আর একটু হ্যাভি ইউস করলে মোটামুটি একদিন ব্যাকআপ পাওয়া যাবে।


Nokia 8V 5G UW ফোনটি কী নকল বা রিফারবিশড?

এককথায় বলতে গেলে না। নকিয়া 8V 5G UW ফোনটি নকল বা রিফারবিশড নয়। এটি নকিয়া কোম্পানির তৈরী করা আসল ফোন। মূলত বিক্রি না হওয়ার কারণে কোম্পানি দাম কমিয়ে দিয়ে ফোনটি বিক্রি করছে।


Disclaimer: We can not guarantee that the information on this page is 100% correct. Read more alert-warning


Post a Comment

নবীনতর পূর্বতন