বাংলাদেশে Infinix Note 11 Pro ফোনের দাম এবং ফুল রিভিউ বাংলা

Infinix Note 11 Pro ১৯ নভেম্বর ২০২১ বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করা হয়। বর্তমানে ইনফিনিক্স স্মার্টফোনের বাজারে ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করছে। ইনফিনিক্সের জনপ্রিয়তার কারণ হলো মার্কেটে প্রতিযোগিতায় থাকা অন্যান্য কম্পিটিটরের তুলনায় ইনফিনিক্স তাদের স্মার্টফোনে কম দামে অনেক ভালো ভালো স্পেসিফিকেশন অফার করছে। এরকমই একটি ফোন হলো ইনফিনিক্স নোট ১১ প্রো।


Infinix Note 11 Pro মূলত একটি মিড রেঞ্জের ফোন।  এটি মিড রেঞ্জ এ কম্পিটিটরদের তুলনায় অনেক বেশী স্পেসিফিকেশন অফার করছে। এই ফোনটি মার্কেটে থাকা অন্যান্য ফোনের চেয়ে কী কী বেশী অফার করছে, এর বিস্তারিত স্পেসিফিকেশন এবং এর পার্ফমেন্স নিয়ে এই রিভিউতে আলোচনা করা হবে।


বাংলাদেশে ইনফিনিক্স নোট ১১ প্রো ফোনের দাম এবং ফুল রিভিউ বাংলা

বাংলাদেশে Infinix Note 11 Pro ফোনের দাম

বাংলাদেশে Infinix Note 11 Pro এর অফিসিয়াল দাম হলো ২১,৪৫০টাকা। এটি বাংলাদেশে অফিসিয়াল ভার্শনেই পাওয়া যাবে।


Infinix Note 11 Pro ফোনের স্পেসিফিকেশন

ইনফিনিক্স এর নোট সিরিজের ফোন Infinix Note 11 Pro এর প্রসেসর, ডিসপ্লে, ক্যামেরা, বডি ম্যাটেরিয়্যালস, কালার ভ্যারিয়েন্ট, নেটওয়ার্ক কানেক্টিভিটি সহ আরো অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত স্পেসিফিকেশন নিচে আলোচনা করা হলো।


Infinix Note 11 Pro ফোনের কালার ভ্যারিয়েন্ট

  • Mithril Grey
  • Haze Green
  • Mist Blue

Infinix Note 11 Pro মোট তিনটি কালার ভ্যারিয়েন্ট এ পাওয়া যাবে। এই ফোনের কালার ভ্যারিয়েন্ট গুলো হলো Mithril Grey, Haze Green এবং Mist Blue.


Infinix Note 11 Pro ফোনের ডিসপ্লে

  • ডিসপ্লে সাইজঃ 6.95 Inch
  • ডিসপ্লে টাইপঃ IPS
  • ডিসপ্লে রেজুলেশনঃ FHD+1080*2460, 120HZ
  • ডিসপ্লে ম্যাটেরিয়ালঃ LCD

Infinix Note 11 Pro ফোনের ডিসপ্লে সেকশনে ৬.৯৫ ইঞ্চি এর একটি বিশাল ডিসপ্লে ব্যাবহার করা হয়েছে। এই ডিসপ্লে এর টাইপ হলো আইপিএস প্যানেল এবং এর রেজুলেশন FHD+1080*2460. এতে ১২০ হার্জ রিফ্রেশ রেট সংযুক্ত করা আছে। এর ডিসপ্লে ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহৃত হয়েছে LCD.


Infinix Note 11 Pro প্রো ফোনের ডিজাইন এবং আউটলুক

Infinix Note 11 Pro ফোনটি ২০৯ গ্রামের বেশ ভারি এবং বড়সড় একটা ফোন। এ ফোনটির বডি প্লাস্টিক বা পলিকার্বনেট এ তৈরি। এর ডিসপ্লেতে কোনো প্রোটেকশন ব্যবহার করা হয় নি। এই ফোনের ফ্রন্ট এ পাঞ্চ হোল ক্যামেরা কাট-আউট রয়েছে। এবং  রিয়ার প্যানেলে চারকোনা ক্যামেরা হাউস এ কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে। এর বাটন এর ক্ষেত্রে ডান পাশে সাইড মাউন্টেড ফিংগার প্রিন্ট স্ক্যানার রয়েছে যেটা পাওয়ার বাটন হিসেবেও কাজ করবে। এর উপরে রয়েছে ভলিউম ব্রোকার যেটা দিয়ে ভলিউম কমানো বাড়ানো যাবে। এর সিম কার্ড স্লট রয়েছে বাম পাশে যেখানে দুইটা ন্যানো সিম এবং একটা এক্সটার্ন্যাল মেমোরি কার্ড ব্যবহার করা যাবে।


Infinix Note 11 Pro এর পোর্টগুলোর ক্ষেত্রে নিচে প্রাইমারি স্পিকার, প্রাইমারি মাইক্রোফোন, ৩.৫ মিলি. হেডফোন জ্যাক এবং ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট। এতে আলাদাভাবে বটম ফেসিং স্পিকার সংযুক্ত করা হয়েছে এবং এতে ডিটিএস অডিও সাপোর্ট রয়েছে।


Infinix Note 11 Pro ফোনের ক্যামেরা

  • ফ্রন্ট ক্যামেরাঃ 16MP
  • রিয়ার ক্যামেরাঃ 64 MP Main + 13 MP Telephoto + 2 MP Depth

Infinix Note 11 Pro ফোনের ক্যামেরা সেকশনের ফ্রন্ট এ রয়েছে ১৬ মেগাপিক্সেল এর ক্যামেরা। রিয়ার প্যানেল এ রয়েছে ৬৪ মেগাপিক্সেল এর মেইন ক্যামেরা, ১৩ মেগাপিক্সেল এর টেলিফটো লেন্স এবং ২ মেগাপিক্সেল এর ডেপথ সেন্সর। এতে কোনো আল্ট্রাওয়াইড লেন্স নেই। এবং এর রিয়ার প্যানেল এ একটি ফ্লাশ এলইডি লাইট রয়েছে।


Infinix Note 11 Pro ফোনের নেটওয়ার্ক এবং কানেক্টিভিটি

  • নেটওয়ার্কঃ 4G
  • ব্লুটুথঃ 5.0
  • হেডফোন জ্যাকঃ 3.5 mm
  • লোকেশনঃ GPS/AGPS
  • ইউএসবিঃ USB Type-C
  • WIFI: IEEE 802.11 a/b/g/n/ac 2.4G、5G

Infinix Note 11 Pro ফোনের কানেক্টিভিটির নেটওয়ার্ক অংশ ৪জি সাপোর্টেড। এতে ৫জি সংযুক্ত নেই। সাথে রয়েছে ব্লুটুথ ৫.০ ভার্শন এবং ৩.৫ মিলি. হেডফোন জ্যাক। লোকেশন এর ক্ষেত্রে এই ফোনটি GPS/AGPS সমর্থন করে। এর ইউএসবি কানেক্টিভিটি হলো টাইপ-সি। এই ফোনটি ২.৪ গিগা হার্জ এবং ৫ গিগাহার্জ দুইটা WiFi ই সমর্থন করে।


Infinix Note 11 Pro ফোনের ব্যাটারি এবং চার্জিং

  • ব্যাটারিঃ 5000 mAh, Non Removable

  • চার্জারঃ 33W Fast Charger

Infinix Note 11 Pro ফোনে ব্যাটারি হিসেবে রয়েছে ৫০০০ মিলি অ্যাম্পিয়ার এর বড় একটা নন রিমুভেবল ব্যাটারি। এবং এর সাথে রয়েছে ৩৩ ওয়াট এর ফার্স্ট চার্জার।


ইনফিনিক্স নোট ১১ প্রো ফোনের মেমোরি এবং স্টোরেজ

  • ইন্টারনাল স্টোরেজঃ 128GB
  • মাইক্রো এসডি সাপোর্টঃ UP TO 2T
  • র‍্যামঃ 8 GB

ইনফিনিক্স নোট ১১ প্রো ফোনে ১২৮ জিবির একটা বিশাল ইন্টারন্যাল স্টোরেজ রয়েছে। এর ভার্শন হলো ইউএফএস ২.২। এই ফোনটির র‍্যাম হলো LPDDR4x ৮ জিবি। এই র‍্যাম ভার্চুয়ালি ৩ জিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে। এতে সর্বোচ্চ ২ টেরাবাইট পর্যন্ত এক্সটার্ন্যাল মাইক্রো এসডি কার্ড ইনস্টল করা যাবে।


Infinix Note 11 Pro ফোনের প্রসেসর

  • চিপসেটঃ Mediatek Helio G96 (12 nm)
  • প্রসেসরঃ Octa-core, up to 2.05 GHz
  • জিপিইউঃ ARMG57 MC2

Infinix Note 11 Pro ফোনের চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটেক এর হেলিও জি৯৬ (১২ ন্যানোমিটার)। এর প্রসেসর হলো অক্টাকোর আপটু ২.০৫ গিগাহার্জ। এর জিপিইউ হলো ARMG57 MC2.


ইনফিনিক্স নোট ১১ প্রো ফোনের অপারেটিং সিস্টেম

  • অপারেটিং সিস্টেমঃ Android™ 11
ইনফিনিক্স নোট ১১ প্রো ফোনের অপারেটিং সিস্টেম হলো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত এবং এর ভার্শন হলো ১১।


Infinix Note 11 Pro ফোনের  অডিও

  • ফিচারসঃ FM Radio (Headset required), DTH Audio
  • মাইক্রোফোনঃ 1

Infinix Note 11 Pro ফোনে অডিও সিস্টেমে রয়েছে এফ এম রেডিও এবং DTH অডিও সিস্টেম। এবং এতে মাইক্রোফোন সংখ্যা রয়েছে ১ টি। এতে কোনো সেকেন্ডারি নয়েস ক্যান্সেলেশন মাইক্রোফোন নেই।


Infinix Note 11 Pro ফোনের মাল্টিমিডিয়া

  • অডিও প্লেয়ারঃ MP3, MIDI, AMR, WAV
  • রিংটোন ফরম্যাটঃ MIDI, MP3
  • ভিডিও প্লেয়ারঃ 3GP, MP4, AVI
  • পিকচার ফরম্যাটঃ PNG, JPEG, BMP, GIF

Infinix Note 11 Pro ফোনের অডিও প্লেয়ারে MP3, MIDI, AMR, WAV অডিও ফরম্যাট গুলো সাপোর্ট করবে। এর রিংটোন ফরম্যাট হলো MIDI, MP3. এই ফোনের ভিডিও প্লেয়ারে 3GP, MP4, AVI ফরম্যাট গুলো সাপোর্ট করবে। ইনফিনিক্স নোট ১১ প্রো ফোনে যে যে ফরম্যাট এর ছবি গুলো দেখা যাবে তা হলো PNG, JPEG, BMP এবং GIF.


Infinix Note 11 Pro ফোনের সিকিউরিটি

  • Fingerprint sensor: Side Power key
  • Face Unlock
Infinix Note 11 Pro ফোনের সিকিউরিটি হিসেবে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গাপ্রিন্ট সেন্সর। পাশাপাশি এতে ফেস আনলক সিস্টেমও রয়েছে।


Infinix Note 11 Pro ফোনের ডাইমেনশন

  • হাইটঃ 8.7 mm
  • লেন্থঃ 173.1 mm
  • ওজনঃ 209 g
  • প্রশস্থঃ 78.4 mm

Infinix Note 11 Pro ফোনের উচ্চতা হলো ৮.৭ মিলিমিটার। এই ফোনের দৈঘ্য হলো ১৭৩.১ মিলিমিটার। এর ওজন হলো ২০৯ গ্রাম এবং এর প্রশস্থ হলো ৭৮.৪ মিলিমিটার। এটা বেশ বড়সড় একটা ফোন।


Infinix Note 11 Pro ফোনের সেন্সর

  • G-SENSOR
  • E-COMPASS
  • GYROSCOPE
  • LIGHT SENSOR
  • PROXIMITY SENSOR
  • FINGERPRINT

Infinix Note 11 Pro ফোনে প্রয়োজনীয় সকল সেন্সরই রয়েছে। এই ফোনে যে যে সেন্সরগুলো রয়েছে তা হলো জি-সেন্সর, ই-কম্পাস, জাইরোস্কোপ, লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর এবং ফিঙ্গার প্রিন্ট।


Infinix Note 11 Pro ফোনের বক্স কন্টেন্ট

  • Main Phone
  • Charger
  • USB Type C Cable
  • Quick Start Guide

Infinix Note 11 Pro ফোনের বক্স এ যা যা রয়েছে সেগুলো হলোঃ মূল ফোন, চার্জার, ইউএসবি টাইপ-সি ক্যাবল, কুইক স্টার্ট গাইড।


ইনফিনিক্স নোট ১১ প্রো ফোনের মেসেজিং সিস্টেম

  • E-MAIL
  • MMS

ইনফিনিক্স নোট ১১ প্রো ফোনের মেসেজিং সিস্টেম হিসেবে রয়েছে ইমেইল এবং এমএমএস (মাল্টিমিডিয়া মেসেজ সার্ভিস)।


Infinix Note 11 Pro ফোনের পার্ফমেন্স

প্রসেসরঃ Infinix Note 11 Pro ফোনের প্রসেসর হিসেবে রয়েছে Mediatek Helio G96। এই ফোনের প্রসেসর পার্ফমেন্স খুবই ভালো কেননা এতে ব্যবহ্রত প্রসেসর টি একটা অপ্টিমাইজড প্রসেসর। এই ফোনে পাবজি, কল অফ ডিউটি, অ্যাসফ্যাল্ট ৯ সহ সব গেমই কোনো রকম ল্যাগ ছাড়াই ভালোভাবে খেলা যায়। ডে টু ডে ইউজে কোনো সমস্যা হয় না। কোনো ল্যাগ ইস্যু পাওয়া যায় না। এর অভারল পার্ফমেন্স খুবই ভালো। এতে ১২০ হার্জ রিফ্রেশ রেট থাকায় এর পার্ফমেন্স আরো ভালো পাওয়া যায়।


মাল্টিটাস্কিংঃ এই ফোনের মাল্টিটাস্কিং মোটামুটি লেভেলের। এতে কোনো সমস্যা ছাড়াই একসাথে কয়েকটা অ্যাপ ইউস করা যাবে। মাল্টিটাস্কিং এর সময় তেমন কোনো সমস্যা হয় না।


ক্যামেরাঃ এই ফোনের মেইন ক্যামেরা হলো ৬৪ মেগাপিক্সেল এর। এই ক্যামেরায় নরলমাল মুড ও পোট্রেট মুডের ছবির মধ্যে অসামনজস্যতা রয়েছে এবং এর কালার রিপ্রোডাকশন খুব একটা ভালো না। এই ক্যামেরায় তোলা ছবিগুলোর ডিটেইল অনেক ভালো এবং অনেক শার্প। এর ডায়নামিক রেঞ্জ এর পার্ফমেন্সও ভালো। লো লাইটে তোলা ছবিগুলো ক্লিন কোনো নয়েজ পাওয়া যায় না। এই ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 6912*9216 পিক্সেল এ ছবি তোলা যাবে। ভিডিও এর বেলায় এই ক্যামেরা দিয়ে 2K@30FPS এ ভিডিও রেকর্ড করা যাবে। এতে কোনো আল্ট্রাওয়াইড শুটার দেওয়া হয় নি। এই প্রাইস রেঞ্জ এ আল্ট্রাওয়াইড শুটার দেওয়ার প্রয়োজন ছিল। তারা আল্ট্রাওয়াইড শুটার এর পরিবর্তে টেলিফটো লেন্স দিয়েছে।


Infinix Note 11 Pro এর ১৬ মেগাপিক্সেল এর ফ্রন্ট ক্যামেরাও ভালো মানের ছবি তুলতে পারে। ছবিতে শার্পনেস এবং ডিটেলস ধরে রাখতে পারে। এখানেও কালার রিপ্রোডাকশন এ সমস্যা রয়েছে। এই ক্যামেরা দিয়েও 2K@30FPS এ ভিডিও রেকর্ড করা যাবে।


ব্যাটারিঃ এই ফোনে ৫০০০ মিলি অ্যাম্পিয়ারের একটা বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ফলে ১২০ হার্জ অন করে ব্যবহার করলেও প্রায় পুরোদিন ব্যকআপ পাওয়া যাবে। ১২০ হার্জ অফ থাকলে দেড় থেকে দুইদিন ব্যাকআপ পাওয়া যাবে।


Infinix Note 11 Pro ফোনটি অন্য ফোনের চেয়ে কোন দিক দিয়ে আলাদা?

Infinix Note 11 Pro ফোনটি মিড রেঞ্জ এর প্রাইস এ স্পেসিফিকেশন, পার্ফমেন্স এবং ক্যামেরার হার্ডওয়্যার সিলেকশনে মার্কেটে থাকা অন্যন্য ফোন থেকে আলাদা।


Disclaimer: We can not guarantee that the information on this page is 100% correct. Read more alert-warning


Post a Comment

নবীনতর পূর্বতন