Sheikh Russel - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে কনিষ্ঠ পুত্র ও ৫ম সন্তান এবং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদরের ছোট ভাই শেখ রাসেল। আমরা অনেকেই শেখ রাসেল সম্পর্কে বেশি কিছু জানি না।এখানে শেখ রাসেলের জন্ম, দুরন্ত শৈশব, শিক্ষা জীবন, স্বপ্ন, ভ্রমণ, পছন্দ, খেলাধুলা, তাঁর উপর রচিত গ্রন্থ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কাটানো মুহূর্তসহ বিভিন্ন বিষয় নিয়ে পয়েন্ট আকারে আলোচোনা করা হয়েছে।
১৮ অক্টোবর ২০২২ শেখ রাসেলের কত তম জন্মদিন?
উত্তরঃ ১৮ অক্টোবর ২০২২ শেখ রাসেলের ৫৭ তম জন্মদিন।
শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন কবে?
শেখ রাসেলের ৫৭ তম জন্মদিনের প্রতিপাদ্য কী?
শেখ রাসেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কততম সন্তান?
শেখ রাসেলের বোনের নাম কী?
শেখ রাসেলের ভাইয়ের নাম কী?
শেখ রাসেল কত তারিখে এবং কী বারে জন্মগ্রহণ করে?
উত্তরঃ শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ ই অক্টোবর রবিবার এ জন্মগ্রহণ করে।
শেখ রাসেল বাংলা কত তারিখে এবং কখন জন্মগ্রহণ করে?
উত্তরঃ শেখ রাসেল ২ কার্তিক ১৩৩১ বঙ্গাব্দ, হেমন্তকালে রাত দেড়টায় জন্ম গ্রহন করে।
শেখ রাসেল কোথায় জন্মগ্রহণ করে?
উত্তরঃ শেখ রাসেল ধানমন্ডির ৩২ নাম্বারের ৬৭৭ নাম্বার বাড়িতে বঙ্গবন্ধু ভবন (বর্তমানে বঙ্গবন্ধু জাদুঘর) এ জন্মগ্রহণ করে।
কবে ১৮ ই অক্টোবর কে শেখ রাসেল দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে?
উত্তরঃ ২৭ সেপ্টেম্বর ২০২০, ১৮ ই অক্টোবর কে শেখ রাসেল দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে।
শেখ রাসেলের নামকরণ কে করেন?
উত্তরঃ শেখ রাসেল উদ্দিন/শেখ রিসালউদ্দিন নামকরণ করেন শেখ মুজিবুর রহমান। মা ফজিলাতুন্নেসা মুজিবও নামকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
কার নামে শেখ রাসেলের নাম রাখা হয়?
উত্তরঃ শেখ মুজিবুর রহমান প্রিয় নোবেল বিজয়ী লেখক রার্টান্ড রাসেলের নামে শেখ রাসেলের নাম রাখা হয়।
বার্টান্ড রাসেল কে?
উত্তরঃ বার্টান্ড রাসেল একজন ব্রিটিশ দার্শনিক, যুক্তিবিদ, গণিতবিদ, ইতিহাসবেত্তা ও বিজ্ঞানী।
বিশ্ব শান্তি রক্ষার জন্যে বার্ট্রান্ড রাসেল কী গঠন করেছিলেন?
উত্তরঃ বিশ্ব শান্তি রক্ষার জন্যে বার্ট্রান্ড রাসেল ‘কমিটি অব হানড্রেড’ গঠন করেছিলেন।
শেখ রাসেল নামের ইংরেজি বানান কী?
উত্তরঃ শেখ রাসেল নামের ইংরেজি বানান Sheikh Russel
কত বছর বয়সে শেখ রাসেল তার প্রিয় পিতার সাথে সাক্ষাতের একমাত্র স্থান হয়ে ওঠে ঢাকা কেন্দ্রীয় কারাগার ও ঢাকা ক্যান্টনমেন্ট।
উত্তরঃ মাত্র দেড় বছর বয়স থেকেই তার প্রিয় পিতার সাথে সাক্ষাতের একমাত্র স্থান হয়ে ওঠে ঢাকা কেন্দ্রীয় কারাগার ও ঢাকা ক্যান্টনমেন্ট।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় শেখ রাসেলের বয়স কত ছিল?
উত্তরঃ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় শেখ রাসেলের বয়স ছিল ৭ বছর।
শেখ রাসেল জন্মগ্রহণ করার সময় বাড়িতে কে কে ছিলেন?
উত্তরঃ শেখ রাসেল জন্মগ্রহণ করার সময় বাড়িতে ছিলেন শেখ হাসিনা, শেখ কামাল, শেখ জামাল, শেখ রেহেনা, খোকা চাচা, বড় ফুফু ও মেজো ফুফু।
শেখ রাসেল জন্মগ্রহণ করার পর কে খবর ভাই হয়েছে?
উত্তরঃ মেজো ফুফু খবর দেয় ভাই হয়েছে।
শেখ রাসেল জন্মের পর কে শেখ রাসেলকে শেখ হাসিনার কোলে তুলে দেয়।
উত্তরঃ শেখ রাসেল জন্মের পর বড় ফুফু শেখ রাসেলকে শেখ হাসিনার কোলে তুলে দেয়।
শেখ হাসিনা কর্তৃক লিখিত “আমাদের ছোট রাসেল সোনা” বই কত সালে প্রকাশিত হয় এবং এর পৃষ্ঠা কত?
উত্তরঃ শেখ হাসিনা কর্তৃক লিখিত “আমাদের ছোট রাসেল সোনা” বই ২০১৯ সালে প্রকাশিত হয়। এর পৃষ্টা সংখ্যা ১০৪।
“আমাদের ছোট রাসেল সোনা” বইটি কাদের উপযোগী করে লেখা হয়েছে?
উত্তরঃ “আমাদের ছোট রাসেল সোনা” বইটি ছোটদের উপযোগী করে গল্পের আকারে লেখা হয়েছে।
“আমাদের ছোট রাসেল সোনা” বইটি কে প্রকাশ করে?
উত্তরঃ বাংলা একাডেমি/শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাষ্ট কর্তৃক “আমাদের ছোট রাসেল সোনা” বইটি প্রকাশিত হয়।
“আমাদের ছোট রাসেল সোনা” বইটির প্রচ্ছদ শিল্পী কে?
উত্তরঃ “আমাদের ছোট রাসেল সোনা” বইটির প্রচ্ছদ শিল্পী কাইযুম চোধুরী/মাসুক হেলাল।
“আমাদের ছোট রাসেল সোনা” বইটিতে কীসের প্রতি আলোকপাত করা হয়েছে?
উত্তরঃ “আমাদের ছোট রাসেল সোনা” বইটিতে শেখ রাসেলের শিশুকাল থেকে শুরু করে পুরো জীবনের একাধিক ঘটনা প্রবাহ, বাবা-মা, ভাই-বোনেদের সাথে কাটানো সময়, লেখাপড়া, কারা জীবন ও সর্বশেষ নিজ বাসায় খুন হওয়ার প্রতি বিশেষ আলোকপাত করা হয়েছে।
১৯৭১ সালে ২৬ শে মার্চ বঙ্গবন্ধুকে আটকের পর শেখ রাসেল কোথায় ছিল?
উত্তরঃ ১৯৭১ সালে ২৬ শে মার্চ বঙ্গবন্ধুকে আটকের পর শেখ রাসেল তার মা ও দুই আপা সহ পরিবারের সদস্যদের সঙ্গে ধানমন্ডি ১৮ নাম্বার সড়কের একটি বাড়িতে বন্দী জীবন কাটায়।
শেখ রাসেল এর পরিবার বন্দী অবস্থা থেকে কবে মুক্তি পায়?
উত্তরঃ ১৯৭১ সালের ১৭ ই ডিসেম্বর শেখ রাসেল এর পরিবার বন্দী অবস্থা থেকে মুক্তি পায়।
শেখ রাসেলকে কত তারিখে হত্যা করা হয়?
উত্তরঃ ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট নিজ বাড়িতে শেখ রাসেলকে হত্যা করা হয়।
শেখ রাসেলকে যখন হত্যা করা হয় তখন তার বয়স কত ছিল?
উত্তরঃ শেখ রাসেলকে যখন হত্যা করা হয় তখন তার বয়স ছিল ১০ বছর ৯ মাস ২৯ দিন।
১৯৭৫ সালে, মৃত্যুর সময় শেখ রাসেল কোন স্কুলের ছাত্র ছিল?
উত্তরঃ ১৯৭৫ সালে মৃত্যুর সময়, শেখ রাসেল ঢাকা ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের ছাত্র ছিল।
১৯৭৫ সালে, মৃত্যুর সময় শেখ রাসেল কোন ক্লাসে পড়তো?
উত্তরঃ ১৯৭৫ সালে মৃত্যুর সময়, শেখ রাসেল ৪র্থ শ্রেণীতে পড়তো।
শেখ রাসেলের কয়টা মপেট মোটরসাইকেল ছিল?
উত্তরঃ শেখ রাসেলের দুইটা লাল ও নীল রঙের ছোট মপেট মোটরসাইকেল।
শেখ রাসেলের কয় চাকার বেবি সাইকেল ছিল?
উত্তরঃ শেখ রাসেলের তিন চাকার বেবি সাইকেল ছিল।
শেখ রাসেলের কী কী খাবার পছন্দ ছিল?
উত্তরঃ শেখ রাসেলের কোক, পটেটো চিপস আর বর্ণালি টিকটিকির ডিম (স্মার্টি) পছন্দ ছিলো।
মারা যাওয়ার আগে শেখ রাসেল কার কাছে যেতে চেয়েছিলো?
উত্তরঃ মারা যাওয়ার আগে শেখ রাসেল তার মায়ের কাছে যেতে চেয়েছিলো।
শেখ রাসেল ওয়েবসাইট ও কুইজ প্রতিযোগিতা কবে উদ্বোধন করা হয়?
উত্তরঃ ৩ অক্টোবর ২০২১ বিসিসি অডিটোরিয়ামে শেখ রাসেল ওয়েবসাইট (https://sheikhrussel.gov.bd) ও কুইজ প্রতিযোগিতা (https://quiz.sheikhrussel.gov.bd) উদ্বোধন করা হয়।
কোন কোন খাতে শেখ রাসেল পদক দেওয়া হয়?
উত্তরঃ সাহিত্য, ক্রীড়া শিল্প, শিক্ষা,, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে অবদানের জন্য ১ জন শিশু (ছেলে ও মেয়ে) কে শেখ রাসেল পদক দেওয়া হয়।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কত বছর ধরে ১৮ ই অক্টোবর কে শেখ রাসেল দিবস হিসেবে পালন করে আসছে।
উত্তরঃ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ১০ বছরেরও বেশী সময় ধরে ১৮ ই অক্টোবর কে শেখ রাসেল দিবস হিসেবে পালন করে আসছে।
শেখ রাসেল পদকের জন্য আবেদন করার ওয়েবসাইটের অ্যাড্রেস কী?
উত্তরঃ শেখ রাসেল পদকের জন্য আবেদন করার ওয়েবসাইট https://medal.sheikhrussel.gov.bd
কত সাল থেকে শেখ রাসেল পদক প্রদান শুরু করা হয়?
উত্তরঃ ২০২১ সাল থেকে শেখ রাসেল পদক প্রদান শুরু করা হয়।
শেখ রাসেল পদক প্রদানের প্রস্তাব কে করে?
উত্তরঃ শেখ রাসেল পদক প্রদানের প্রস্তাব করে আইসিটি মন্ত্রণালয়।
আমাদের দেশে মোট কত শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব রয়েছে?
উত্তরঃ আমাদের দেশে আট হাজার শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব রয়েছে এবং নতুন করে আরো পাঁচ হাজার শিক্ষা প্রতিষ্টানে ল্যাব স্থাপন করা হবে।
২০২৫ সালের মধ্যে আরো কত শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে?
উত্তরঃ ২০২৫ সালের মধ্যে আরো ৩৫ হাজার শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে।
কত সালে শেখ রাসেল ক্রীড়া চক্রের যাত্রা শুরু হয়?
উত্তরঃ ১৯৯৫ সালে পাইওনিয়ার ফুটবল লীগে খেলার মাধ্যমে শেখ রাসেল ক্রীড়া চক্রের যাত্রা শুরু হয়।
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ কবে গঠন করা হয়?
উত্তরঃ ১৯৮৯ সালের ২০ শে ফেব্রুয়ারি শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ গঠন করা হয়।
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ কে গঠন করে?
উত্তরঃ শেখ হাসিনা, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ গঠন করে।
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ গঠনের উদ্যেশ্য কী?
উত্তরঃ শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ গঠনের উদ্যেশ্য সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের মাধ্যমে শিশু শেখ রাসেলের স্মৃতি সংরক্ষণ করা।
আওয়ামী লীগ এর অফিশিয়াল ওয়েবসাইটের অ্যাড্রেস কী?
উত্তরঃ আওয়ামী লীগ এর অফিশিয়াল ওয়েবসাইট হলো https://albd.org/
(৩৭) শেখ রেহেনার জন্মের ৮ বছর পরে শেখ রাসেলের জন্ম হয়।
(৩৮) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাবন্দী অবস্থায় শেখ রাসেলের প্রিয় সঙ্গী ছিল সাইকেল, কবুতর ইত্যাদি।
(৩৯) ১৯৬৯ সালে চার বছর বয়সে বঙ্গবন্ধু কারামুক্ত হওয়ার পর শেখ রাসেল প্রথম তার পিতাকে ইচ্ছা মতো কাছে পায়।
(৪০) শেখ রাসেলের প্রিয় সঙ্গী ছিল তার ভাগ্নে সজীব ওয়াজেদ জয়।
(৪১) শেখ রাসেলেকে বনানী কবস্থানে সমাহীত করা হয়।
(৪২) শিশু শেখ রাসেলকে নিয়ে দুই বাংলার বিখ্যাত কবি সুনীল গঙ্গোপাধ্যায় শিশুরক্ত কবিতা লিখেছেন।
(৪৩) মায়ের লাশ দেখার পর শেখ রাসেল বলেছিলো আমাকে হাসু আপার কাছে পাঠিয়ে দিন।
(৪৪) শেখ রাসেলের জন্ডিস হওয়ার কারণে শেখ হাসিনা ৩০ জুলাই ১৯৭৫ শেখ রাসেলকে জার্মানীতে নিয়ে যেতে পারেনি।
(৪৫) শেখ রাসেল, শেখ হাসিনা কে বলতো হাসুপা। শেখ কামাল ও শেখ জামালকে বলতো ভাই এবং শেখ রেহেনা কে বলতো আপু।
(৪৬) শেখ রাসেল তার বাবাকে দেখতে না পেয়ে তার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে বাবা বলে ডাকতো।
(৪৭) হত্যাকান্ডের সময় শেখ রাসেল সেন্ট্রি পোস্টের পেছনে লুকিয়ে ছিলো।
(৪৮) ১৯৭৩ সালে জাপান সফরে শেখ মুজিবুর রহমানের সঙ্গী ছিলো শেখ শেখ রাসেল ও শেখ রেহেনা।
(৪৯) কারাগারের রোজনামচা’য় শেখ রাসেল কে নিয়ে শেখ মুজিবুর রহমান লিখেছেন ৮ ফেব্রুয়ারি ২ বছরের ছেলেটা এসে বলে “আব্বা বাড়ি চলো”।
(৫০) শেখ রাসেল কারাগার কে বলতো আব্বার বাড়ি।
(৫১) শেখ রাসেলের যেদিন জন্ম হয় শেখ মুজিবুর রহমান সেদিন ফাতেমা জিন্নাহর পক্ষে প্রচারণায় চট্রগ্রামে ছিলেন।
(৫২) “শেখ রাসেল ও আমাদের আবেগ”, “স্মৃতির পাতায় শেখ রাসেল” শেখ রাসেলকে নিয়ে লেখা বই।
(৫৩) রাসেল ওল্লা (বড় বড় পিপড়া) র কামড় খেয়ে ওর নাম দিয়েছিলো ‘ভুট্টো’।
(৫৪) শেখ রাসেলকে পড়ানোর জন্য শিক্ষয়ত্রীকে প্রতিদিন দুটো করে মিষ্টি খেতে হতো।
(৫৫) শেখ রাসেল কবুতরের মাংশ খেতোনা কারণ সেটা বাড়িতে পালিত ছিল।
(৫৬) শেখ রাসেল গ্রামে গেলে দরিদ্র শিশুদেরকে কিছু দিতে হবে তা নিয়ে চিন্তা করতো।
(৫৭) শেখ রাসেলের খুব শখ ছিলো সে বড় হয়ে আর্মি অফিসার হবে।
(৫৮) শেখ রাসেল, তাদের বাড়ির কাজের ছেলে আব্দুল মিয়াকে ভাই বলে ডাকতো।
(৫৯) শেখ রাসেল আব্দুল মিয়ার কাছ থেকে কচি কাচার গল্প কিসসা শুনতো।
(৬০) কাজের লোক আম্বিয়ার মা শেখ রাসেলকে খুব পছন্দ করতেন।
(৬১) শেখ রাসেল রান্নাঘরে লালফুল আঁকা থালায় করে পিড়িতে বসে ভাত খেতে পছন্দ করতো।
(৬২) শেখ রাসেলের বয়স যখন ৭ বছর তখন তার ভাগ্নে সজীব ওয়াজেদের জন্ম হয়।
(৬৩) শেখ রাসেল টুঙ্গিপাড়ায় গ্রামে ঘুরে খেলার সাথীদের নিয়ে নিজ বাহিনী তৈরি করেছিলো।
(৬৪) শেখ রাসেলকে পড়াতেন গীতালি দাশগুপ্তা।
(৬৫) মৃত্যুর আগে শেখ রাসেল মোহিতুল জিজ্ঞেস করেছিলো “ওরা কি আমাকেও মারবে”?
(৬৬) স্বাধীনতার পর শেখ রাসেলকে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে দ্বিতীয় শ্রেনীতে ভর্তি করানো হয়।
(৬৭) শেখ রাসেলের স্কুলের গানের আপা ছিলেন জাহানারা ইসলাম।
(৬৮) জাহানারা ইসলামের মতে খেলাধুলায় বেশি মনোযোগ ছিলো শেখ রাসেলের।
(৬৯) বরিশাল, ফরিদপুর, ও ঢাকার আঞ্চলিক ভাষা ও উর্দূ মিশিয়ে একটা নিজস্ব ভাষায় কথা বলতো শেখ রাসেল।
(৭০) শেখ রাসেলকে চার বছর বয়সে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে শিশু শ্রেনীতে ভর্তি করানো হয়।
(৭১) শেখ রাসেলের প্রিয় খাবার ছিলো চকোলেট, সমুচা ও কোক।
(৭২) শেখ রাসেল বাবার মতো প্রিন্স কোট, সাদা পাজামা-পাঞ্জাবি ও মুজিব কোট পড়তো।
(৭৩) কুকুর টমি ঘেউ ঘেউ করলে রাসেল বলতো টমি বকা দিচ্ছে।
(৭৪) শেখ রাসেল ৩১ নাম্বারের অপ্রশস্ত রাস্তা থেকে ৩২ নাম্বারের রাস্তায় ঢুকে সাংবাদিক এ বি এম মুসার সামনে সাইকেল নিয়ে মাটিতে পড়ে যায়।
(৭৫) শেখ রাসেল ৩২ নাম্বারের বাড়ি থেকে পূর্বপ্রান্তের সাদা দালান পর্যন্ত সাইকেল চালাতো।
(৭৬) শেখ রাসেলদের ড্রাইভারের নাম মুন্সি যে রাসেলের পড়াশোনা বিষয়ে খোজ-খবর নিতো।
(৭৭) গীতালি দাশগুপ্তা শেখ রাসেলকে বুঁচু নামে ডাকতো।
(৭৮) শেখ রাসেলদের কাজের ছেলের নাম ছিলো ফরিদ।
(৭৯) ছোটবেলায় শেখ রাসেলের স্বাস্থ্য খুব ভালো ছিলো। ও দেখতে নাদুস-নুদুস ছিলো।
(৮০) বঙ্গবন্ধু ৬ দফা দিলে তাকে গ্রেফতার করা হয় তখন শেখ রাসেলের মুখের হাসি মুছে যায়। তখন কেবল শেখ রাসেল আধো আধো কথা বলা শিখছে।
(৮১) শেখ রাসেলের ছোট ফুফা ডিম পোচের সাথে চিনি দিয়ে শেখ রাসেলকে খেতে দিতেন। ঢেরস ভাজির সাথেও চিনি দিয়ে রুটি দিতেন।
(৮২) ১৯৭১ সালে মার্চ মাসে অসহযোগ আন্দোলনের সময় রাসেল বাসার সামনে পুলিশ দেখলে বলতো “ও পুলিশ কাল হরতাল”।
(৮৩) ১৯৭১ সালে ২৬ শে মার্চ হানাদার আক্রমণ করলে শেখ রাসেলের মা, শেখ রাসেল ও শেখ জামালকে নিয়ে পাশের বাসায় আশ্রয় নেয়।
(৮৪) সাইরেন বাজলে বা আকাশে মেঘের আওয়াজ হলে শেখ রাসেল নিজের কানে ও জয়ের কানে তুলা দিতো।
(৮৫) ১৭ ই ডিসেম্বর সকালে বন্দী দশা থেকে মুক্তি পেলে শেখ রাসেল টিটোর সাথে হেলমেট পরে যুদ্ধ যুদ্ধ খেলা শুরু করে।
(৮৬) শেখ রাসেলের সবচেয়ে আনন্দের দিন আসে যখন শেখ মুজিবুর রহমান ফিরে আসে।
(৮৭) শেখ রাসেলের পছন্দ ছিলো ওমর আলীকে যে ইংরেজি খবর পড়তো।
(৮৮) আদিল ও ইমরান দুই ভাইয়ের সাথে রাসেলের খেলার সময় মপেট চালাতে গিয়ে পড়ে যায় আর ওর পা সাইকেলের পাইপে আটকে যায়।
(৮৯) শেখ রাসেল পায়ের চিকিৎসা করাতে শেখ মুজিবুর রহমানের সাথে রাশিয়া যায়।
(৯০) শেখ রাসেলের একটা খেলার পুতুল ও পাম ছিলো। পুতুলকে পামে বসিয়ে সে ঠেলে নিয়ে বেড়াতো।
(৯১) শেখ রাসেল কারাগারে বাবার সাথে দেখা করতে গেলে “জয় বাংলা” বলে স্লোগান দিতো।
(৯২) ১৫ ই আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় সমাবর্তনে বঙ্গবন্ধুকে স্যলুট জানানোর জন্য শেখ রাসেল সহ তার স্কুলের ৬ জনকে বাছাই করা হয়েছিলো।
(৯৩) বঙ্গবন্ধুর পেছনে ২৮ বছর বয়সে গোয়েন্দা লাগলেও শেখ রাসেলের পেছনে দেড় বছর বয়সেই গোয়েন্দা লাগে।
(৯৪) শেখ রাসেলকে টানা ১ মাস পড়ানোর জন্য শেখ হাসিনা গৃহশিক্ষকে শাড়ি উপহার দিয়েছিলো।
(৯৫) লন্ডনে শেখ রাসেলের দুই বোনের শাড়ি কেনার সময় সে তার শিক্ষিকার জন্যও শাড়ি কিনতে বলে।
(৯৬) এক আত্মীয় শেখ রাসেলদেরকে শাড়ি, কসমেটিকস গিফট দিলে রাসেল তার শিক্ষিকার জন্যও রেখে দিতে বলে।
(৯৭) শেখ রাসেলের ভাই শেখ কামালের ক্লাব ‘আবাহনী’ একটা ছোট ক্লাবের কাছে হেরে গেলে শেখ রাসেল অনেক কান্না করে।
(৯৮) শেখ কামালের বিয়েতে বঙ্গবন্ধু ওয়ান্ডার্সের সমর্থনের কথা বললে শেখ রাসেল বঙ্গবন্ধুর সাথে ছবি তুলতে চায় না।
(৯৯) ১৯৬৭ সালের ১৭ ই মার্চ আড়াই বছরের শিশু রাসেল, বঙ্গবন্ধুর কেন্দীয় কারাগারে বন্দী অবস্থায় জন্মদিনের মালা পড়িয়ে দেয়।
(১০০) ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট সাড়ে দশ বছরের রাসেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরকে মালা পড়িয়ে দেওয়ার কয়েক ঘন্টা আগেই ঘাতকেরা তাকে হত্যা করে।
তথ্য সুত্রঃ
- Wikipedia - https://wikipedia.org
- Official website of Bangladesh Awami League - https://albd.org
একটি মন্তব্য পোস্ট করুন