মোবাইলে আসা বিজ্ঞাপন বন্ধ করার উপায় - আজকাল মোবাইলে বিভিন্ন বিজ্ঞাপন আমাদের বিরক্তির কারণ হয়ে দারায়। আবার এসব বিজ্ঞাপন দেখার কারণে আমাদের অতি মূল্যবান সময় নষ্ট হয়। অনেক সময় অ্যাড এর কারণে আমরা আমাদের কাজ সঠিকভাবে করতে পারি না। আমাদের কাজ বাধাগ্রস্থ হয়।
যদিও অনেকগুলি ওয়েবসাইট বিজ্ঞাপনের ব্যানার ইমপ্রেশন এবং ক্লিকগুলি থেকে প্রাপ্ত উপার্জনের উপর নির্ভর করে চলে, এটি সত্য যে এর মধ্যে অনেক বিজ্ঞাপন খুব বিরক্তিকর হতে পারে এবং কয়েকটি ক্ষেত্রে এমনকি দূষিতও হতে পারে।
পপ-আপ এবং পপ-আন্ডারস, অটোপ্লে ভিডিও এবং বিশাল ব্যানার বিজ্ঞাপনগুলি ডিজিটাল বিজ্ঞাপন কোনোভাবেই ভদ্র বা নৈতিক নয়। অনলাইন বিজ্ঞাপনগুলি আপনার সামাজিক মিডিয়া প্রোফাইলগুলিতে এবং অ্যাপ্লিকেশনগুলিতে আপনার আচরণকে ট্র্যাক করে।
কিছু বিজ্ঞাপন হ্যাকার পপ-আপ পৃষ্ঠাগুলি দ্বারা তৈরি করা হয়, আবার অনেক সময় স্বয়ংক্রিয়ভাবে ভিডিও বা অডিও ক্লিপগুলি দেখানো শুরু করে। অত্যধিক ব্যবহৃত অ্যানিমেশন সহ আপনার ফোনের সংস্থানগুলি কেবলমাত্র অত্যধিক গ্রহণের জন্য আরও অনেকে দোষী।
দেখে নিনঃ
কিন্তু Android চালিত ফোন গুলোতে খুব সহজেই এসব বিরক্তিকর Ads বন্ধ করা যায়। এই Ads বন্ধ করার পদ্ধতি মোবাইলের Android version এর ওপর নির্ভর করে। মোবাইলের Android version চেক করার জন্য
Settings> My phone> Android version
Step 1: প্রথমে মোবাইলের settings অপশন থেকে My phone এ যেতে হবে।
Step 2: এরপর My phone থেকে Android version এ গেলেই দেখা যাবে ফোনের Android version.
এখন ফোনের Android verson 9 pie বা তার নিচে হলে মোবাইলে আসা বিরক্তিকর Ads বন্ধ করার জন্য AdAway apps টি download করে নিতে হবে।
Step 1: এই জন্য এই লিংক এ ক্লিক করে Adblocker apps টি download করতে হবে। এই App টি play store এ পাওয়া যায় না। তাই এটা তাদের website থেকে download করে নিতে হবে।
Step 2: App টি download করা হয়ে গেলে File Manager থেকে অ্যাপটি install করে Adblocker option টি চালু করে নিতে হবে।
আবার মোবাইলের Android verson 9 pie বা তার উপরে হলে এতো ঝামেলা ছাড়াই অতি সহজেই Ads বন্ধ করা যায়। এজন্য মোবাইলের
Settings> More connections> Private DNS> Private DNS provider hostname>
Step 1: মোবাইলের setting option থেকে More connection এ যেতে হবে।
Step 2: এরপর More connection থেকে private DNS এ যেতে হবে।
Step 3: এখানে private DNS থেকে private DNS provider hostname অপশনটা অন করতে হবে।
Step 4: private DNS provider hostname গিয়ে এই লিঙ্কটি টাইপ করে save করতে হবে।
এই ভাবে উপরের খুবই simple কয়েকটা ধাপ অনুসরণ করে mobile এ আসা বিরক্তিকর ads গুলো বন্ধ করা যায়।
এই পদ্ধতির একটা সমস্যা হলো এটা অন করা থাকলে কিছু কিছু website এ ঢোকা যায় না। তখন এটা অফ করে কাজ হয়ে গেলে আবার অন করে নিলেই হবে।
একটি মন্তব্য পোস্ট করুন