Download Google Drive Files Directly | গুগল ড্রাইভের ফাইল সরাসরি ডাউনলোড

Google Drive Direct Download Link Generator





গুগল ড্রাইভ ফাইল ডাউনলোড লিংক জেনারেট করার জন্যঃ

  1. উপরের Google Drive Direct Download Link Generator এর URL অংশে যে ফাইলটি ডাউনলোড করতে হবে তার URL দিন।
  2. Generate Direct Download Link বাটনে ক্লিক করে ৫ সেকেন্ড অপেক্ষা করুন। Google Drive Direct Download Link Generator অটোমেটিক আপনার ফাইলের ডাউনলোড লিংক তৈরি করবে।
  3. Download Link জেনারেট হয়ে গেলে Copy Generated Link বাটনে ক্লিক করে কপি করার পর এটি নতুন ট্যাব এ পেস্ট  করলেই ফাইলটি ডাউনলোড হয়ে যাবে।

Download Google Drive Files Directly | গুগল ড্রাইভের ফাইল সরাসরি ডাউনলোড

গুগল ড্রাইভ (Google Drive) কী?

গুগল ড্রাইভ (Google Drive) হলো গুগলের একটি ফাইল সংরক্ষণ সিঙ্ক্রোনাইজেশন পরিষেবা। গুগল ড্রাইভ (Google Drive) ব্যবহারকারীদের ক্লাউডে (গুগলের সার্ভারে) ফাইল সংরক্ষণ করতে, ব্যবহারকারীদের বিভিন্ন ডিভাইসে ফাইলগুলিকে সিঙ্ক্রোনাইজ করতে এবং ফাইলগুলি শেয়ার করার অনুমতি দেয়৷ গুগল ড্রাইভের ওয়েব অ্যাপ সহ Android, Windows, macOS এবং  iOS স্মার্টফোন এবং ট্যাবলেটগুলির জন্য আলাদা আলাদা অ্যাপ বা সফট্যয়ার রয়েছে। এই অ্যাপ গুলো অফলাইনেও কাজ করে থাকে।

Google Drive ব্যবহারকারীদের Google One-এর মাধ্যমে প্রাথমিক ভাবে ১৫ জিবি (15 GB) ফ্রি স্টোরেজ দিয়ে থাকে। যেখানে ব্যবহারকারীরা তাদের ফোনের অডিও, ভিডিও, ছবি সহ সকল ধরণের ফাইল সংরক্ষণ করতে পারে।


গুগল ড্রাইভে ফাইল রাখবো কীভাবে?

গুগল ড্রাইভে ফাইল রাখার জন্য বা আপলোড করার জন্য প্রথমে গুগল ড্রাইভ অ্যাপ ফোনে ইন্সটল করতে হবে এজন্যঃ

  1. প্লে ষ্টোরে (Play Store) গিয়ে সার্চ বারে Google Drive লিখে সার্চ করতে হবে।
  2. এরপর অনেক গুলো অপশন আসবে যার প্রথমটাই হচ্ছে গুগল ড্রাইভ। এখন Install বাটনে ক্লিক করে করে Install নিতে হবে।
  3. সফলভাবে Install করা হয়ে গেলে গুগল ড্রাইভ ওপেন করতে হবে।
  4. এরপর নিচের বাম দিকের প্লাস (+) আইকনে ক্লিক করে আপলোড বাটনে প্রেস করতে হবে।
  5. এখান থেকে যে ফাইলটি আপলোড করতে হবে সেটা সিলেক্ট করে Done এ ক্লিক করলে আপলোড শুরু হয়ে যাবে।

গুগল ড্রাইভে ফাইল শেয়ার করবো কীভাবে?

গুগল ড্রাইভের অন্যতম সুবিধা হলো ফাইল শেয়ারিং। এর মাধ্যমে খুব সহজেই কোনো ফাইল শেয়ার করা যায়। গুগল ড্রাইভের মাধ্যমে ফাইল শেয়ার করার জন্যঃ
  1. প্রথমেই যে ফাইলটি শেয়ার করা হবে তা খুঁজে বের করে এর ডান পাশের থ্রি ডট (Three Dot) আইকনে ক্লিক করতে হবে।
  2. এখন অনেকগুলো অপশন চলে আসবে এর মধ্যে সবচেয়ে উপরের শেয়ার (Share) বাটনে প্রেস করতে হবে।
  3. শেয়ার বাটনে প্রেস করার পর নতুন একটি পেজ ওপেন হবে। এখান থেকে যার যার কাছে ফাইলটি শেয়ার করা হবে তার ইমেইল আইডি দিয়ে শেয়ার করতে হবে।
  4. নির্দিস্ট কাউকে শেয়ার না করে লিংক শেয়ার করতে চাইলে নিচের দিকে Not Shared উপশনে ক্লিক করতে হবে।
  5. এরপর Link settings থেকে Change অপশনে ক্লিক করে Restricted থেকে Anyone with the link করে দিতে হবে।
  6. এরপর আবার যে ফাইলটি শেয়ার করা হবে সেখানে ফিরে আসতে হবে। এবং আবার এর ডান পাশের থ্রি ডট (Three Dot) আইকনে ক্লিক করতে হবে।
  7. ক্লিক করার পর মেনু থেকে কপি লিংক (Copy link) এ ক্লিক করলেই ফাইলের লিংক কপি হয়ে যাবে।
  8. এরপর যাকে ফাইলটা শেয়ার করতে হবে তাকে লিংকটা দিয়ে দিলেই হয়ে যাবে।

গুগল ড্রাইভে শেয়ারকৃত ফাইল ডাউনলোড করবো কীভাবে?

গুগল ড্রাইভে কারো কাছে কোনো ফাইলের লিংক শেয়ার করা হলে সেখান থেকে খুব সহজেই ফাইলটি ডাউনলোড করা যায়। গুগল ড্রাইভে শেয়ারকৃত ফাইল ডাউনলোড করার জন্য প্রথমে ফাইলের লিংক টি নিয়ে কোনো ব্রাউজারে ওপেন করতে হবে। সেখান থেকে উপরের বাম পাশে ডাউনলোড আইকনে ক্লিক করে খুব সহজেই ফাইলটি ডাউনলোড করা যায়। কিন্ত ফাইলের লিংক ব্রাউজারে ওপেন করার পর ডাউনলোড আইকন দেখতে পাওয়া না গেলে Google Drive Direct Download Link Generator এর সাহায্য নিয়ে ফাইলটি ডাউনলোড করতে হবে।

Google Drive Direct Download Link Generator কী?

Google Drive Direct Download Link Generator হলো একটি টুল যা Google Drive এ শেয়ারকৃত কোনো ফাইলের সরাসরি ডাউনলোড লিংক তৈরি করে। এই টুল ব্যবহার করে শুধু মাত্র ১ ক্লিকের মাধ্যমেই Google Drive এ শেয়ারকৃত কোনো ফাইলের সরাসরি ডাউনলোড লিংক তৈরি করা যায়।আপনি এই টুল ব্যবহার করে আপনার গুগল ড্রাইভের ফাইলগুলির একটি সরাসরি ডাউনলোড লিঙ্ক তৈরি করতে পারেন। এই টুল ব্যবহার করা খুব সহজ; আপনাকে যা করতে হবে তা হলো গুগল ড্রাইভ থেকে ফাইলটির শেয়ারকৃত লিঙ্কটি কপি করে এই টুলে পেস্ট করতে হবে। টুলটি স্বয়ংক্রিয়ভাবে আপনার ফাইলটি পড়বে এবং প্রদত্ত গুগল ড্রাইভ শেয়ারকৃত লিঙ্কের একটি সরাসরি ডাউনলোড লিঙ্ক তৈরি করবে। এবং লিংক টি কপি করে নতুন ট্যাব ওপেন করে সেখানে পেস্ট করে দিলেই ফাইলটি ডাউনলোড হয়ে যাবে।

 

Post a Comment

নবীনতর পূর্বতন