ধাপ ১ঃ ডেস্কটপ বা ল্যাপটপের যেকোনো ব্রাউজারের অ্যড্রেস বারে গিয়ে https://web.facebook.com টাইপ করে এন্টার চাপতে হবে। ফেসবুকের লগ ইন পেজ ওপেন হলে ফোন নাম্বার বা ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে।
ধাপ ২ঃ সফল ভাবে লগ ইন হওয়ার পর ফেসবুকের হোম পেইজ ওপেন হবে। হোম পেজ এর যেকোনো জায়গায় মাউস পয়েন্টার রেখে মাউসের ডান বাটনে ক্লিক করতে হবে। এরপর একটি মেনু ওপেন হবে সেখান থেকে View Page Source নামে একটি অপশন খুঁজে বের করে ক্লিক করতে হবে। এখন একটি নতুন ট্যাব ওপেন হবে।
ধাপ ৩ঃ Source Page ওপেন হওয়ার পর কি-বোর্ড এর Ctrl + F বোতাম চেপে সার্চ অপশন চালু করতে হবে।
ধাপ ৪ঃ সার্চ অপশন চালু হওয়ার পর সার্চ বারে গিয়ে buddy_id টাইপ করে এন্টার চাপতে হবে। এরপর নিচের মতো কোড ওপেন হবে।
{"status":2,"buddy_id":"1000512324***55","user":{"id":"100051232400755","__isProfile":"User","name":"Sh****** Sh***** S","profile_picture":{"uri":"https:\/\/scontent.fdac10-1.fna.fbcdn.net\/v\/t1.6435-1\/cp0\/p56x56\/187784956_322758459441898_3643185197769392258_n.jpg?_nc_cat=107&ccb=1-5&_nc_sid=7206a8&_nc_eui2=AeFgpfpnZtT6JMNONT5FCbGObbagm-HiCYVttqCb4eIJhefsVWVg_JIE-gsTv0pG78jlgVGqgcQP5_yB5VHBKs1l&_nc_ohc=3bHh70aCjlIAX_CScQl&_nc_ht=scontent.fdac10-1.fna&oh=c233a76a4bfb0ddc6b9c924b513c0bbc&oe=616F629B"}}}
এখানে buddy_id এর পাশে ১৫ সংখ্যার একটি আইডি দেখা যাচ্ছে এটি হচ্ছে সেই প্রোফাইল আইডি যেখান থেকে আপনার প্রোফাইলে ভিজিট করা হয়েছে। প্রোফাইল আইডির পাশে প্রোফাইলের নামও দেখা যাবে। এরকম ভাবে ডান দিকে স্ক্রল করলে আরো অনেক buddy_id দেখা যাবে যেখান থেকে আপনার প্রোফাইল ভিজিট করা হয়।
ধাপ ৫ঃ যে প্রোফাইল থেকে আপনার প্রোফাইল ভিজিট করা হচ্ছে তার বিস্তারিত দেখতে একটি নতুন ট্যাবে গিয়ে https://web.facebook.com/ টাইপ করে / এর পাশে ১৫ সংখ্যার আইডি টি পেস্ট করে এন্টার চাপতে হবে। তখন তার প্রোফাইলের বিস্তারিত দেখতে পাওয়া যাবে।
এভাবে উপরের কয়েকটা ধাপ অনুসরণ করে খুব সহজেই আমরা জানতে পারি যে আমাদের ফেসবুক প্রোফাইল কারা কারা দেখছে। এই পদ্ধতিতে সাধারণত যেসব প্রোফাইল সবচেয়ে বেশিবার ভিজিট করে তাদের দেখা যাবে। alert-success
একটি মন্তব্য পোস্ট করুন