আসল Casio ঘড়ি চেনার উপায় | How to identify original Casio watch

How to identify original Casio watch- ঘড়ির বাজারে ক্যাসিও (Casio) একটি জনপ্রিয় নাম। ক্যাসিও (Casio) ঘড়ির জনপ্রিয়তার কারণ হলো এর কম দাম এবং এর স্থায়িত্ব। এই ঘড়ি গুলো যেকোনো পরিস্থিতিতে চলতে সক্ষম এবং অত্যন্ত নিখুত ভাবে সময় দিতে পারে। এই জনপ্রিয়তাকেই পুঁজি করে কিছু কিছু অসাধু ব্যাবসায়ী ক্যাসিও (Casio) এর নকল ঘড়ি তৈরি করে যার গুণগত মান অত্যন্ত বাজে। ফলে গ্রাহকরা প্রতারিত হন। ক্যাসিও (Casio) এর নকল ঘড়ি দেখতে অবিকল আসল ঘড়ির মতো হলেও খুব সহজেই আসল ঘড়িকে চিহ্নিত করা যায়। আসল ক্যাসিও (Casio) ঘড়ি কিভাবে চেনা যায় তা নিয়েই আমাদের আজকের আলোচনা।


আসল Casio ঘড়ি চেনার উপায় | How to identify original Casio watch

ক্যাসিও (Casio) একটি জাপানিজ মাল্টিন্যাশনাল কোম্পনি। ক্যাসিও (Casio) ক্যালকুলেটর দিয়ে তাদের ব্যাবসা শুরু করলেও তারা ক্যালকুলেটর সহ ঘড়ি, মোবাইল ফোন, ঘড়ি, ডিজিটাল ক্যামেরা ও অন্যান্য মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট ও ইলেক্টনিক্স তৈরি করে থাকে। ক্যাসিও (Casio) এর ঘড়ি গুলো অনেক জনপ্রিয় প্রধানত Casio F-91W সিরিজের ঘড়ি গুলো। কিন্ত বাজারে ক্যাসিও (Casio) এর অনেক নকল ঘড়ি রয়েছে। আসল ক্যাসিও (Casio) ঘড়ি চেনার জন্যঃ


(১) প্রথমেই ঘড়ির বিল্ড কোয়ালিটি দেখতে হবে। আসল ক্যাসিও ঘড়ি গুলোর বিল্ড কোয়ালিটি অনেক উন্নত মানের হয়, কিন্ত নকল ঘড়ির ক্ষেত্রে নরমাল বিল্ডিং ম্যাটেরিয়্যালস ব্যবহার করা হয় ফলে এগুলো খুবই নিম্ন মানের হয়।


(২) নকল ঘড়্রির ক্ষেত্রে অ্যালার্ম সাউন্ড এবং লাইট অনেক কম হয়ে থাকে। তাই আসল ক্যাসিও (Casio) ঘড়ি চেনার এটাও একটা উপায়।


(৩) আসল ক্যাসিও (Casio) ঘড়ির ডান পাশের বাটন টি ৩ সেকেন্ড ধরে চাপ দিয়ে ধরে রাখলে স্ক্রিনে Casio লেখা ভেসে উঠবে। যা একটা নকল ক্যাসিও (Casio) ঘড়িতে কখনোই হবে না। এটা  হচ্ছে আসল ক্যাসিও (Casio) ঘড়ি চেনার সবচেয়ে ভালো উপায়।


আসল Casio ঘড়ি চেনার উপায় | How to identify original Casio watch
ছবিঃ আসল ক্যাসিও ঘড়ি


এভাবে উপরের কয়েকটা ধাপ অনুসরণ করে আমরা খুব সহজেই আমরা জানতে পারি যে আমাদের ক্যাসিও (Casio) ঘড়িটি আসল না নকল। alert-success


Post a Comment

নবীনতর পূর্বতন