আসল Casio ক্যালকুলেটর চেনার উপায় | How to identify original Casio calculator

How to identify original Casio calculator - ঘড়ির বাজারে ক্যাসিও (Casio) একটি জনপ্রিয় নাম। ক্যাসিও (Casio) ক্যালকুলেটরের জনপ্রিয়তার কারণ হলো এর কম দাম এবং এর স্থায়িত্ব। এই ক্যালকুলেটর গুলো অত্যন্ত নিখুত ভাবে হিসাব নিকাশ বা গণণার কাজ করতে পারে। এই জনপ্রিয়তাকেই পুঁজি করে কিছু কিছু অসাধু ব্যাবসায়ী ক্যাসিও (Casio) এর নকল ক্যালকুলেটর তৈরি করে যার গুণগত মান অত্যন্ত বাজে। ফলে গ্রাহকরা প্রতারিত হন। ক্যাসিও (Casio) এর নকল ক্যালকুলেটর দেখতে অবিকল আসল ক্যালকুলেটর মতো হলেও খুব সহজেই আসল ক্যালকুলেটরকে চিহ্নিত করা যায়। আসল ক্যাসিও (Casio) ক্যালকুলেটর কিভাবে চেনা যায় তা নিয়েই আমাদের আজকের আলোচনা।

আসল Casio ক্যালকুলেটর চেনার উপায় | How to identify original Casio calculator

ক্যাসিও (Casio) একটি জাপানিজ মাল্টিন্যাশনাল কোম্পনি। ক্যাসিও (Casio) ক্যালকুলেটর দিয়ে তাদের ব্যাবসা শুরু করলেও তারা ক্যালকুলেটর সহ ঘড়ি, মোবাইল ফোন, ঘড়ি, ডিজিটাল ক্যামেরা ও অন্যান্য মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট ও ইলেক্টনিক্স তৈরি করে থাকে। ক্যাসিও (Casio) এর ক্যালকুলেটর গুলো অনেক জনপ্রিয় প্রধানত Casio Fx-991 সিরিজের ক্যালকুলেটর গুলো। কিন্ত বাজারে ক্যাসিও (Casio) এর অনেক নকল ক্যালকুলেটর রয়েছে। আসল ক্যাসিও (Casio) ক্যালকুলেটর চেনার জন্যঃ

দেখে নিনঃ


(১) প্রথমেই ক্যালকুলেটর এর বিল্ড কোয়ালিটি দেখতে হবে। আসল ক্যাসিও ক্যালকুলেটর গুলোর বিল্ড কোয়ালিটি অনেক উন্নত মানের হয়, কিন্ত নকল ক্যালকুলেটরের ক্ষেত্রে নরমাল বিল্ডিং ম্যাটেরিয়্যালস ব্যবহার করা হয় ফলে এগুলো খুবই নিম্ন মানের হয়।


(২) আসল ক্যাসিও (Casio) ক্যালকুলেটর অফ (Shift + AC) করার সময় Casio লেখা অ্যানিমেশন প্রদর্শিত হবে যা একটি নকল ক্যালকুলেটরে হবে না।


(৩) আসল ক্যাসিও (Casio) ক্যালকুলেটরে Shift + 7 + On বাটন একসাথে প্রেস করি তাহলে DIAGNOSTIC অপশন চালু হবে যেটা অনেক নকল ক্যালকুলেটরে হবে না।


(৪) আসল ক্যাসিও (Casio) ক্যালকুলেটর সোলার পাওয়ার দিয়ে চলে এবং এতে একটি সোলার প্যানেল রয়েছে। এর ডিসপ্লের উপরের ডান পাশে সোলার পাওয়ারের একটা লোগো রয়েছে যেটা হাত বা অন্য কিছু দিয়ে ঢেকে রাখলে আর থাকে না। অপরদিকে, নকল ক্যালকুলেটরে একটি সোলার প্যানেল থাকলেও সেটি মূলত নকল, তা কোনো কাজ করে না এবং এর ডিসপ্লেতে সোলার পাওয়ারের কোনো লোগো থাকে না।


(৫) আসল ক্যাসিও (Casio) ক্যালকুলেটরে (fx-991EX মডেলের ক্ষেত্রে) QR কোড অপশন রয়েছে যেটা দিয়ে কোনো গ্রাফ, চার্ট বা কোনো ক্যালকুলেশন QR কোড আকারে তৈরি করে মোবাইল দিয়ে স্ক্যান করে Casio এর ওয়েবসাইটে গিয়ে দেখা যায়। যা একটি নকল ক্যালকুলেটরে থাকে না।


(৬) আসল ক্যাসিও (Casio) ক্যালকুলেটরের ডিসপ্লে ডট ম্যাট্রিক্স ফলে যেকোনো লেখাই সেখানে প্রদর্শন করা যায়। কিন্ত নকল ক্যালকুলেটরে ডট ম্যাট্রিক্স ডিসপ্লে থাকে না বরং সেখানে সাধারণ ডিসপ্লে থাকে ফলে সেখানে সব ধরণের লেখা প্রদর্শন করা যায় না।


এভাবে উপরের কয়েকটা ধাপ অনুসরণ করে আমরা খুব সহজেই আমরা জানতে পারি যে আমাদের ক্যাসিও (Casio) ক্যালকুলেটরটি আসল না নকল। alert-success


Post a Comment

নবীনতর পূর্বতন