Android Secret Game Play - এখনকার সময়ে আমাদের প্রায় সবার হাতেই একটা করে স্মার্টফোন আছে। আমরা কম বেশি সবাই স্মার্টফোন ব্যবহার করি। স্মার্টফোন ছাড়া আমাদের জীবন প্রায় অচল।
Android একটি মোবাইল অপারেটিং সিস্টেম যা লিনাক্স কার্নেল এবং অন্যান্য ওপেন সোর্স সফ্টওয়্যার সংশোধিত সংস্করণের উপর ভিত্তি করে, যা মূলত স্মার্টফোন এবং ট্যাবলেট গুলির মতো টাচস্ক্রিন মোবাইল ডিভাইসের জন্য ডিজাইন করা হয়েছিল।
অ্যান্ড্রয়েড ওপেন হ্যান্ডসেট অ্যালায়েন্স নামে পরিচিত এবং গুগল বাণিজ্যিকভাবে স্পনসর করে বিকাশকারীদের একটি সংঘ দ্বারা বিকাশিত। এটি 2007 সালের নভেম্বর মাসে প্রথম বাণিজ্যিক অ্যান্ড্রয়েড ডিভাইসটি সেপ্টেম্বর ২০০৮ সালে চালু হয়েছিল।
কম বেশি সবাই স্মার্টফোন ব্যবহার করলেও স্মার্টফোন এর এমন কিছু feature আছে যা আমরা অধিকাংশ ব্যবহারকারিই জানি না। টাকা দিয়ে কেনা স্মার্টফোন এর 100% ব্যবহার করতে আমাদের সকলেরই এসব features গুলো জানা উচিত।
দেখে নিনঃ
মোবাইল এর এসব features এর মধ্যে অন্যতম হলো Android Q easter egg game. Android 10 এর গেম টা আসলে একটা nanogram logic puzzle গেম, যেখানে অ্যান্ড্রয়েড এর সাথে সম্পর্কিত ছবি দিয়ে puzzle মেলাতে হয়। এটা আসলে একটা বুদ্ধির খেলা যেখানে ব্যবহারকারীরা তাদের অবসর সময় কাটাতে পারেন।
এটা Android এর Built in game যেটা android এর প্রতিটি version এই থাকে। এই game টি খেলার জন্য কিছু সুনির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হয়।
আজকে আমরা দেখব কিভাবে এই গেম টা খেলতে হয়। গেম টা খেলার জন্য প্রথমেই আপনাকে গেম টি ওপেন করতে হবে।
দেখে নিনঃ
গেমটি ওপেন হওয়ার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এটাই মূলত গেইম এর ইন্টারফেস। এখান থেকেই গেম টা খেলা শুরু করতে হবে।
ধাপ ১ঃ এখন গেমটি খেলার জন্য বাম পাশের সংখ্যার দিকে খেয়াল করতে হবে। এখানে ১ম ও ২য় সারিতে ০ দেখা যাচ্ছে। তাই এই সারিতে কোনো ব্লকে টাচ করা যাবেনা।
৩য় সারিতে ১ রয়েছে তাই এই সারিতে একটি ব্লকে টাচ করতে হবে। (যেকোনো ব্লকে টাচ করা হলে ব্লকটি কালো রঙে পরিণত হবে) যদি সঠিক ব্লকে টাচ করা হয় তাহলে সেই ব্লকের কলাম বরাবর একেবারে নিচের সারির ব্লকটি বাদামী রঙ থেকে সবুজ রঙে পরিণত হবে। এবং সংখ্যাটিও বাদামী রঙ থেকে সবুজ রঙে পরিণত হবে।
ধাপ ২ঃ ৪র্থ সারিতেও ১ রয়েছে তাই আগের নিয়মে এই সারিতেও একটি ব্লকে টাচ করতে হবে। মানে ব্লকটি সাদা রঙ থেকে কালো রঙে পরিণত করতে হবে। যদি সঠিক ব্লকে টাচ করা হয় তাহলে সেই ব্লকের কলাম বরাবর একেবারে নিচের সারির ব্লকটি বাদামী রঙ থেকে সবুজ রঙে পরিণত হবে। এবং সংখ্যাটিও বাদামী রঙ থেকে সবুজ রঙে পরিণত হবে।
ধাপ ৩ঃ এরপর ৫ম সারিতে দেখা যাচ্ছে 5-1. এর মানে প্রথমে ৫ টা ব্লকে টাচ করতে হবে, মানে সাদা ব্লক থেকে কালো রঙের ব্লকে পরিণত করতে হবে। এরপর কিছু ব্লক ফাঁকা রেখে আবার আরো ১ টা ব্লক টাচ করতে হবে। এই ফাঁকার পরিমান একটা ব্লক ও হতে পারে আবার একসাথে অনেকগুলোও হতে পারে।
ধাপ ৪ঃ ষষ্ঠ সারিতে 3-3 রয়েছে। এর মানে একইভাবে 5-1 এর সারির মতো প্রথমে ৩ টা ব্লকে টাচ করতে হবে, মানে সাদা ব্লক থেকে কালো রঙের ব্লকে পরিণত করতে হবে। এরপর কিছু ব্লক ফাঁকা রেখে আবার আরো ৩ টা ব্লক টাচ করতে হবে। এই ফাঁকার পরিমান একটা ব্লক ও হতে পারে আবার একসাথে অনেকগুলোও হতে পারে।
ধাপ ৫ঃ এভাবে এর পরের ৭ম, ৮ম, ৯ম, ১০ম, ১১তম, ১২তম, ১৩তম, ১৪তম সারি গুলোতে ব্লকে টাচ করে সাদা ব্লক থেকে কালো রঙের ব্লকে পরিণত করতে হবে।
ধাপ ৬ঃ ১৪তম সারিতে শুধু ১ রয়েছে তাই এই সারিতে একটি ব্লক টাচ করতে হবে। এখানে দেখা যাচ্ছে ১৪তম সারি ও ৩য় কলাম বরাবর নিচের দিকের সারি বাদামী বর্ণের। তাই ১৪তম সারির ৩য় কলামের ব্লককেই টাচ করতে হবে। তাহলেই গেমটি সম্পন্ন হবে এবং এরকম interface ওপেন হবে।
এখানে দেখা যাচ্ছে এটা আসলে ফোনের Notification Off এর আইকন। এভাবে গেম সম্পন্ন করার পর এরকম একেক বার একেকটা গেম সমাধান করতে হবে।
একটি মন্তব্য পোস্ট করুন